ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলেও কীভাবে কারও প্রোফাইল দেখবেন?

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলেও কীভাবে কারও প্রোফাইল দেখবেন?

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলেও কীভাবে কারও প্রোফাইল দেখবেন?

অনেকেই ইনস্টাগ্রামে অন্যদের পোস্ট বা ভিডিও দেখতে আগ্রহী কিন্তু অ্যাকাউন্ট খুলতে চান না। কিন্ত একাউন্ট না খুলেও অন্যদের ইন্সটাগ্রাম পোস্ট বা ভিডিও দেখা যায়। অ্যাকাউন্ট ছাড়া শুধু ব্রাউজার ব্যবহার করে সহজেই অন্যের প্রোফাইল দেখার সুযোগ করে দিয়েছে ইনস্টাগ্রাম। তবে এজন্য যার পোস্ট বা ভিডিও দেখতে চান তার প্রোফাইলটি পাবলিক হতে হবে। 

আরও পড়ুনঃ কীভাবে একই ডিভাইসে একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করবেন?

অ্যাকাউন্টে লগ ইন না করে বা অ্যাকাউন্ট না খুলে অন্যের প্রোফাইল দেখার জন্য কম্পিউটার বা স্মার্টফোনের যেকোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। অ্যাপের সাহায্যে এই কাজটি করা যাবে না। আর এই পদ্ধতি ব্যবহার করে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট দেখা যায় না। 

অ্যাকাউন্ট না খুলে যেভাবে অন্যের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখবেনঃ

১। যেকোনো কম্পিউটার বা স্মার্টফোনের ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন। 

২। এরপর এড্রেস বারে https://www.instagram.com/username—এই অ্যাড্রেসটি লিখুন। ‘username’–এর জায়গায় যে যার প্রোফাইল দেখতে চান তার প্রোফাইলের নাম বা ইউজারনেম দিতে হবে। 

৩। পছন্দের অ্যাকাউন্টটি অন্য কোনো ওয়েবসাইটের মতো ব্রাউজ করুন। প্রোফাইল ওপেন হলে যেই ভিডিও বা ছবি দেখতে চান সেটির ওপরে ট্যাপ করুন। 

৪। পোস্ট বা ভিডিও দেখার সময় লগ ইন করার জন্য একটি পপ আপ উইন্ডো অসতে পারে। সেক্ষেত্রে কোনো পোস্ট ও ভিডিও দেখার জন্য এর উপরে রাইট ক্লিক করুন।

৫। তারপর ‘ওপেন ইন প্রাইভেট উইন্ডো’ অপশনে ট্যাপ করুন। 

ব্যাস, এভাবে দেখতে থাকুন পছন্দের অ্যাকাউন্টটির পোস্ট বা ভিডিও।

নিজের অ্যাকাউন্ট না খুলে ইনস্টাগ্রামে যা যা করা যাবেঃ

১। অ্যাকাউন্ট না খুলে অন্যের পাবলিক প্রোফাইল দেখা যাবে। এ ছাড়া পাবলিক প্রোফাইলে বায়ো–তে থাকা যেকোনো লিংকে প্রবেশ করা যাবে। 

২। পাবলিক প্রোফাইলে যে কোনো ছবি ও ভিডিওতে ক্লিক করে পুরো কনটেন্টটি দেখা যাবে। 

৩। পোস্টের নিচের অন্যদের কমেন্টগুলোও পড়া যাবে। 

নিজের অ্যাকাউন্ট না খুলে ইনস্টাগ্রামে যা যা করা যাবে নাঃ

১। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না খুলে কোনো পোস্ট কমেন্ট করা যাবে না। 

২। কারো অ্যাকাউন্ট ফলো বা অনুসরণ করা যাবে না। 

৩। কোনো প্রোফাইলে মেসেজ বা বার্তা পাঠানো যাবে না। 

৪। ইনস্টাগ্রামে কোনো কিছু সার্চ বা খোজা করা যাবে না। 

তো এই ছিল আজকের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট না থাকলেও কীভাবে কারও প্রোফাইল দেখবেন তা নিয়ে আলোচনা। চাইলে এখনি দেখে আসতে পারেন আপনার পছন্দের মানুষের পোষ্ট করা ছবি বা ভিডিও।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]