টিকটক দিচ্ছে টাকা আয় করার নতুন সুযোগ

টিকটক দিচ্ছে টাকা আয় করার নতুন সুযোগ

টিকটক দিচ্ছে টাকা আয় করার নতুন সুযোগ


ছোট আকারের ভিডিও সহজে তৈরি করা ও শেয়ার করার সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে টিকটক খুবই জনপ্রিয়। আর তাই শখ করে টিকটকে ভিডিও পোস্ট করে আয় করার পাশাপাশি তারকার খ্যাতি পেয়েছেন অনেকেই। তবে কিছুদিন ধরে বড় আকারের ভিডিও তৈরি করার জন্য নির্মাতাদের টিকটক বেশ উৎসাহিত করছে।

আরও পড়ুনঃ এআই দিয়ে তৈরি করা ছবি বা ভিডিও শনাক্ত করবে টিকটক

এরই ধারাবাহিকতায় এবার বড় আকারের ভিডিও নির্মাতাদের জন্য সুখবর নিয়ে আসলো টিকটক। ‘ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রাম’ নামের একটি কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করেছে চীনের ভিডিও শেয়ারিং নেটওয়ার্কটি। নতুন এ উদ্যোগের আওতায় নির্মাতারা এক মিনিটের বেশি দৈর্ঘের ভিডিও তৈরি করে বেশি টাকা আয় করতে পারবেন।

আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করার আগে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের কিছু নির্বাচিত ভিডিও নির্মাতারা পরীক্ষামূলকভাবে 'ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রাম'-এর আওতায় বড় আকারের ভিডিও তৈরি করে আয় করতে শুরু করেছেন। টিকটকের তথ্যমতে, গত ছয় মাসে এই 'ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রাম'-এর মাধ্যমে নির্বাচিত ভিডিও নির্মাতাদের আয় আগের তুলনায় প্রায় ২৫০ গুণ পর্যন্ত বেড়েছে।

'টিকটকের ক্রিয়েটর রিওয়ার্ডস' প্রোগ্রামের মাধ্যমে আয়ের জন্য শুধু বড় বড় ভিডিও বানালেই চলবে না, সেটি অবশ্যই হাই রেজল্যুশনেরও হতে হবে। শুধু তা–ই নয়, ভিডিওর ভিউয়ারস বা কতজন দর্শক ভিডিওটি সার্চ করেছেন, তার ওপর ভিত্তি করে টাকা আয়রে পরিমান নির্ভর করবে। 

গত নভেম্বর মাসে ‘ক্রিয়েটর ফান্ড’ নামের কর্মসূচি বন্ধ করে দেয় এই চীনা প্রতিষ্ঠানটি। ২০২০ সালে চালু হওয়া 'ক্রিয়েটর ফান্ডের' মাধ্যমে টাকা আয়ের পরিমাণ কম অত্যন্ত কম হওয়ায় দীর্ঘদিন ধরেই নির্মাতারা অসন্তুষ্ট ছিলেন। তবে নতুন এ 'টিকটকের ক্রিয়েটর রিওয়ার্ডস' প্রোগ্রামের ফলে টিকটকে আকারে বড় ভিডিওর সংখ্যা বৃদ্ধি পাবার পাশাপাশি নির্মাতারা বর্তমানের তুলনায় আরও বেশি টাকা আয় করতে পারবেন ধারণা করছেন অনেকেই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]