কীভাবে জানবেন কোন কোন ডিভাইসে ফেসবুক লগইন রয়েছে?

কীভাবে জানবেন কোন কোন ডিভাইসে ফেসবুক লগইন রয়েছে

কীভাবে জানবেন কোন কোন ডিভাইসে ফেসবুক লগইন রয়েছে


বিভিন্ন প্রয়োজনে অনেকেই একাধিক স্মার্টফোন বা কম্পিউটারে ফেসবুক ব্যবহার করে থাকেন। তবে মনের ভুলে  বা ব্যস্ততার কারণে অনেক সময় সব ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা সম্ভব হয় না। কিন্তু ভুলবশতঃ অপরিচিত কোনো ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা থাকলে তা নিরাপত্তাঝুঁকির কারন হতে পারে। তাই কোন কোন ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, তা জানা অত্যন্ত প্রয়োজন। 

আরও পড়ুনঃ কীভাবে বিব্রতকর ফেসবুক স্টোরি বন্ধ করবেন?

তাই কোন কোন ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করা রয়েছে, তা দেখার পদ্ধতি জেনে নিই।

কোন কোন ডিভাইসে ফেসবুক লগইন করা আছে, তা জানার জন্যঃ

১। প্রথমে আপনার স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে লগ ইন করুন।

২। এবার অ্যাপের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করুন। 

৩। এরপর একটু নিচে স্ক্রল করে 'সেটিংস অ্যান্ড প্রাইভেসি' অপশনে ট্যাপ করুন। 

৪। এরপর 'সেটিংস' ট্যাপ করুন।

৫। এবার 'মেটা অ্যাকাউন্ট সেন্টারের' নিচে ‘সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার’ অপশনে ট্যাপ করুন।

৬। এরপর অ্যাকাউন্ট 'সেটিংস'–এর নিচে ‘পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি’ অপশনে ট্যাপ করুন।

৭। ‘সিকিউরিটি চেকস’-এর নিচে ‘হোয়ার ইউ আর লগড ইন’ অপশনে ক্লিক করুন। 

৮। এবার 'অ্যাকাউন্টস'-এর নিচে ‘ফেসবুক অ্যাকাউন্ট’ নির্বাচন করুন। এখানে আপনি ফেসবুকে লগইন থাকা সকল ডিভাইসের তালিকা দেখতে পারবেন। আপনি আপনার ইচ্ছামত অপ্রয়োজনীয় বা অপরিচিত ডিভাইস থেকে লগ আউট করে নিন।

তো এই ছিল আজকের কোন কোন ডিভাইসে ফেসবুক লগইন রয়েছে তা জানার উপায়। আজই জেনে নিন কবে কোথায় আপনি আপনার ফেসবুক একাউন্টটি লগ ইন করে ভুলে গেছেন।

মন্তব্যসমূহ