দূর থেকে কীভাবে অন্য ডিভাইসে ফেসবুক লগআউট করবেন?
আরও পড়ুনঃ ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে কী করবেন?
তবে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমরা অন্য মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে ফেসবুক আইডি লগইন করে থাকি। কিন্তু কাজ শেষ হওয়ার পরে অনেকেই আমরা লগআউট করি না অথবা লগ আউট করতে ভুলে যাই। তবে চাইলে দূর থেকে অন্য ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়।
দূর থেকে যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন
অন্য ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করতেঃ
১। প্রথমে যেকোনো একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করুন।
২। এরপর ফেসবুক প্রোফাইল থেকে সেটিংস অপশনে প্রবেশ করুন।
৩। এবার সেটিংস অপশনে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ অপশনটি সিলেক্ট করুন।
৪।এবার ‘হয়্যার ইউ আর লগড ইন’ নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এই মূহুর্তে কোন কোন ডিভাইসে লগইন করা আছে। তাছাড়া লগইন থাকা ডিভাইস গুলোর নাম, আইপি অ্যাড্রেস ও লোকেশন ।
৫। এবার সেখানে থাকা ডিভাইসগুলোর তালিকা থেকে আপনি যে ডিভাইসটি লগ আউট করতে চাচ্ছেন সেটি বাছাই করুন।
৬। এবার লগ আউট-এ ক্লিক করুন।
এছাড়াও আপনি ‘সি মোর’ বাটনে ক্লিক করে ‘লগ আউট অল সেসনস’ নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি চাইলে সেখানে ক্লিক করে লগইন থাকা সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি একসাথে লগআউট করে দিতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন