ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে কী করবেন?
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে ফেসবুক অন্যতম। অনিচ্ছা সত্ত্বেও ফেসবুকে অনেক পরিচিত ব্যক্তিকে বন্ধুতালিকায় রাখতে হয়। কিন্তু বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের কেউ কেউ অনেক সময় অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত পোস্ট করে থাকেন। সেই বন্ধুর পোস্টগুলো নিজেদের ফেসবুক ফিডে দেখা যাওয়ার কারণে অনেকে বিরক্তও হন। তবে সম্পর্ক নষ্টে হবে সেই ভয়ে চাইলেও অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত পোস্ট করা ব্যক্তিদের ফেসবুকের বন্ধুতালিকা থেকে অনেক সময় বাদও দেওয়া যায় না।
You May Like:
কীভাবে মেসেঞ্জার একাউন্ট ডিএক্টিভ করবেন?কীভাবে মেসেঞ্জারে ভিডিও কলের সময় ফোনের স্ক্রিন শেয়ার করবেন?
কীভাবে মেসেঞ্জারে গ্রুপ চ্যাট চালু করবেন?
ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে ফিরে পাবেন?
লিংকডইনে কীভাবে জানবেন কে আপনার প্রোফাইল দেখেছেন?
এ সমস্যা সমাধানে ব্যবহারকারীরা বন্ধুতালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিকে আনফলো করে রাখতে পারেন। এতে করে সেই ব্যক্তি বন্ধুতালিকায় থাকলেও তার কোনো পোস্ট আপনার ফেসবুকে ফিডে দেখা যাবে না। শুধু তা-ই নয়, আনফলো করার বিষয়টিও সেই ব্যক্তি জানতেও পারবে না।
কীভাবে ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখা বন্ধ করবেন?
নির্দিষ্ট কোনো ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে
১। প্রথমে ফেসবুক অ্যাপ-এ প্রবেশ করুন।
২। ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করুন।
৩। এরপর কিছুটা নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করুন।
৪। এবার ‘সেটিংস’ নির্বাচন করুন।
৫। এবার ‘প্রেফারেন্স’-এর নিচে থাকা ‘নিউজ ফিড’ নির্বাচন করুন।
৬। এবার ‘আনফলো’ অপশনে ক্লিক করুন। এতে নিচে বন্ধুতালিকায় থাকা সবার নাম দেখা যাবে।
৭। সেখান থেকে নির্দিষ্ট ব্যক্তির নামের পাশে আনফলো বাটন নির্বাচন করুন। এতে সেই ব্যক্তির প্রোফাইল দেখা যাবে।
৮। এরপর নামের পাশে থাকা আনফলো বাটনে ক্লিক করুন।
এছাড়া নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়েও তাকে আনফলো করা যায়। এ জন্য-
১। প্রথমে আপনার প্রোফাইলে প্রবেশ করুন।
২। এবার ফ্রেন্ডস বাটনে ট্যাপ করতে করুন।
৩। তারপর প্রদর্শিত অপশন থেকে আনফলো বাটন নির্বাচন করুন।
তো এই ছিল আজকের ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে কী করবেন সম্পর্কিত পোস্ট। চাইলে আজই ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট থেকে নিজেকে বিরত রাখতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন