হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কীভাবে পড়বেন?

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কীভাবে পড়বেন?

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ কীভাবে পড়বেন?

বর্তমানে হোয়াটসঅ্যাপ হচ্ছে তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম। দৈনন্দিন ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে এর ব্যবহার বেড়েই চলছে। বন্ধু ও প্রিয়জনদের সাথে মেসেজ আদান প্রদান ছাড়াও অডিও ও ভিডিও কলের জন্য ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। অনেক সময় একজনকে মেসেজ ফরওয়ার্ড করতে গিয়ে হয়তো অন্য কাউকে পাঠিয়ে দেয়। কিংবা আপনাকে কেউ কোন ম্যাসেজ পাঠিয়ে একটু পর ডিলিট করে দিয়েছে। এখন আপনি চাইলে এসব ডিলিট করা মেসেজ পড়তে পারবেন।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় ব্যবহার করা যাবে এআর ইফেক্ট

হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ দেখবেন যেভাবে

আপনি খুব সহজেই কয়েকটি ধাপে হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজ দেখতে পাবেন। 

ধাপগুলো হলঃ

১। প্রথমে ফোনটি আপডেট করুন।

২। এবার ফোনের সেটিংস অপশনে যান।

৩। তারপর নোটিফিকেশন অপশনে যান। সেখান থেকে মোর সেটিংসে ট্যাপ করুন।

৪। এরপর নোটিফিকেশনস হিস্টোরিতে যান।

৫। তারপর পর্দায় দৃশ্যমান বোতামটি চালু করুন।

এই বোতামটি চালু করার পরে আপনি ফোনে গত ২৪ ঘণ্টার মধ্যে প্রাপ্ত সমস্ত টেক্সট দেখতে পাবেন। এর মধ্যে মুছে ফেলা মেসেজগুলো অন্তর্ভুক্ত থাকবে। তবে এখানে আপনি ছবি, ভিডিও বা অডিও মেসেজ দেখতে পাবেন না। আপনি শুধু টেক্সট মেসেজই দেখতে পারবেন।

মন্তব্যসমূহ