ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়?

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়?

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়?


অনেকেই জানতে চায় ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়। আজকে আমরা আলোচনা করবো ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আমরা যারা নিয়মিত নিজেদের ডিভাইস থেকে ফেসবুক ব্যবহার করি তারা প্রায়ই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই। কারন নিজেদের ডিভাইস থেকে লগ ইন করলে আমাদের প্রতিবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না। তাই আমরাও পাসওয়ার্ড ভুলে যাই। অনেক সময় এমনও হয় যে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি ভুলে গেছেন কিন্তু আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টটিতে যেভাবেই হোক লগইন করতে হবে। কিন্তু আপনি অনেক চেষ্টার পরেও লগইন করতে পারছেন না।

আরও পড়ুনঃ কীভাবে ফেসবুক নাম চেঞ্জ বা পরিবর্তন করা যায়

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে উপায় কি?

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে প্রথমেই উচিত আপনার ফেসবুক পাসওয়ার্ড রিকভার করা। আবোল তাবোল পাসওয়ার্ড দিয়ে একাউন্টটিকে ব্লক করে না ফেলে বরং পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া উচিত।

পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে আনতে হয়?

পাসওয়ার্ড ভুলে গেলে তা ফিরিয়ে আনতে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পাসওয়ার্ড ফিরিয়ে আনতে হয়? আজকের আলোচনা মুলত এটিই। আজকের এই পোষ্টটি পড়লে আপনি খুব সহজেই পাসওয়ার্ড ভুলে গেলে কি করণীয় তা সম্পর্কে ধারণা পাবেন?

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়?

আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানবো ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়।

  • পাসওয়ার্ড ভুলে গেলে প্রথমে এই লিংকে প্রবেশ করুন।
  • এবার ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত আপনার ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বারটি প্রদান করুন।
  • তারপর তাদের দেওয়া নির্দেশাবলী অনুসরণ করে খুব সহজেই ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন।

তবে ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত ফোন নাম্বার বা ইমেইল হারিয়ে ফেললে সহজে এই কাজ করতে পারবেন না। ধরুন, আপনার ফেসবুক পাসওয়ার্ড মনে নেই। অপরদিকে আপনার অ্যাকাউন্টে যুক্ত থাকা ইমেইল এড্রেস এবং ফোন নম্বরেও আপনার এক্সেস নেই। 

ব্যবহারকারীদের এমন পরিস্থিতি মোকাবেলা করে ফেসবুক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে ফেসবুকে রয়েছে “ট্রাস্টেড কনটাক্ট” ফিচার।

ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

জেনে নিন কীভাবে ফেসবুক ট্রাস্টেড কনটাক্টস যুক্ত করবেন-

কম্পিউটার থেকে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট যুক্ত করার নিয়মঃ

  • যে কোনো ব্রাউজার থেকে ফেসবুক একাউন্টে প্রবেশ করুন।
  • ডানদিকের উপরের কোনায় থাকা ড্রপ ডাউন মেন্যু থেকে সেটিংস এন্ড প্রাইভেসি-এ ক্লিক করুন।
  • এরপর সেটিংস-এ ক্লিক করুন।
  • এবার সিকিউরিটি এন্ড লগিন-এ ক্লিক করুন।
  • এরপর সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি এর নিচে থাকা “চুজ থ্রি টু ফাইভ ফ্রেন্ডস টু কনটাক্ট ইফ ইউ গেট লকড আউট” এর পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন।
  • এরপর এখান থেকে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট কীভাবে কাজ করে সে সম্পর্কে একটি পপ আপ দেখতে পাবেন, সেটি পড়ে “ফেসবুক ট্রাস্টেড কনটাক্টস” এ ক্লিক করুন।
  • এরপর কাঙ্ক্ষিত ট্রাস্টেড কনটাক্ট নির্বাচন করে কনফার্ম এ ক্লিক করুন।
  • যেকোনো ট্রাস্টেড কনটাক্ট যুক্ত বা ছাঁটাই করতে একই পেজে ফেরত এসে এডিট এ ক্লিক করে তা পরিবর্তন করতে পারবেন।

মোবাইল থেকে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট এড করার নিয়মঃ

  • ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
  • এরপর সেটিংস এন্ড প্রাইভেসি তে ট্যাপ করে সেটিংস এ ট্যাপ করুন।
  • সিকিউরিটি এন্ড লগইন এ ট্যাপ করুন।
  • নিচে স্ক্রল করে “চুজ থ্রি টু ফাইভ ফ্রেন্ডস টু কনটাক্ট ইফ ইউ গেট লকড আউট” এ ট্যাপ করুন।
  • ট্রাস্টেড কনটাক্ট এড করে কনফার্ম করুন।
  • ওই একই স্থান থেকে ট্রাস্টেড কনটাক্ট যোগ অথবা বাদ পারবেন। 

ট্রাস্টেড কনটাক্ট হিসেবে তাদেরই যোগ করবেন, যারা আপনার কাছের ও বিশ্বাসযোগ্য মানুষ।

যেভাবে ফেসবুক ট্রাস্টেড কনটাক্ট ব্যবহার করবেন

ফেসবুক পাসওয়ার্ড এর পাশাপাশি ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার এর এক্সেস হারিয়ে ফেললে একমাত্র সেই ক্ষেত্রেই ট্রাস্টেড কনটাক্ট কাজে আসবে। ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার এর এক্সেস হারিয়ে ফেললে ট্রাস্টেড কনটাক্ট ব্যবহার করবেন যেভাবেঃ

  • যে কোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন।
  • লগইন ফর্মের নিচে থাকা ফরগটেন একাউন্ট-এ ক্লিক করুন।
  • এরপর আপনার একাউন্টের সম্পূর্ণ নাম বা ইউজারনেম প্রদান করে সার্চ-এ ক্লিক করুন।
  • ফেসবুক একাউন্টের নাম লিখে সার্চ করলে একই নামের সকল ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল প্রদর্শিত হবে। প্রোফাইল পিকচার দেখে আপনার ফেসবুক একাউন্ট নির্বাচন করে এর পাশে থাকা "দিস ইস মাই একাউন্ট" লেখায় ক্লিক করুন।
  • পরবর্তী ধাপে আপনাকে ইমেইল বা ফোন নাম্বার দ্বারা পাসওয়ার্ড রিসেট করতে বলা হলে নো লঙ্গার হ্যাভ এক্সেস টু ইট? এ ক্লিক করুন।
  • এরপর আপনার ইমেইল আইডি অথবা মোবাইল নাম্বার প্রদান করুন, যেন ফেসবুক কতৃপক্ষ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবার কন্টিনিউ চাপুন।
  • রিভিল মাই ট্রাস্টেড কন্টাক্টস-এ ক্লিক করুন।
  • আপনার পছন্দের একজন ট্রাস্টেড কনটাক্ট এর ফেসবুক নাম লিখে সার্চ করে কনফার্ম বাটন চাপুন। আপনি উক্ত ব্যাক্তির নাম যদি সঠিকভাবে লিখে থাকেন তাহলে সম্পূর্ণ ট্রাস্টেড কনটাক্ট এর লিষ্ট ও রিকভারি কোড এর লিংক দেখাবে। এর নিচেই কোডগুলো লেখার বক্স থাকবে।
  • এরপর আপনার ট্রাস্টেড কনটাক্টদেরকে এই রিকভারি লিংক পাঠান।
  • বন্ধুকে এই লিংকে প্রবেশ করে কোড সংগ্রহ করে আপনাকে পাঠাতে বলুন এবং নির্ধারিত বক্সে উক্ত কোড প্রদান করে কন্টিনিউ চাপুন।

উপরের নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের এক্সেস পেয়ে যাবেন। আশা করি, যারা প্রশ্ন করেন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়, তারা আজকের এই পোষ্টের মাধ্যমে জানতে পেরেছেন ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করনীয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]