কীভাবে ইনস্টাগ্রাম নোটে পছন্দের গান যোগ করবেন?

কীভাবে ইনস্টাগ্রাম নোটে পছন্দের গান যোগ করবেন?

কীভাবে ইনস্টাগ্রাম নোটে পছন্দের গান যোগ করবেন?

ছবি ও ভিডিওর পাশাপাশি ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ বা ডিএম অপশন ব্যবহার করে সরাসরি মেসেজ পাঠানো যায়। শুধু তা–ই নয়, চাইলে ইনস্টাগ্রামে ফলোয়ারদের জন্য সর্বোচ্চ ৬০ অক্ষরের ‘নোট’ও প্রকাশ করা যায়। সাধারণত ব্যবহারকারীরা বিশেষ কোনো মেসেজ বা গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা দেওয়ার জন্য ইনস্টাগ্রামে নোট দিয়ে থাকেন। আর নিজেদের নোটকে আকর্ষণীয় করতে অনেকে আবার গানও যুক্ত করেন। চলুন জেনে নিই কীভাবে ইনস্টাগ্রাম নোটে পছন্দের গান যোগ করবেন?



ইনস্টাগ্রাম নোটে পছন্দের গান যুক্ত করবেন যেভাবে

১। প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে প্রবেশ করুন। 

২। এরপর পরের পৃষ্ঠায় নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল বক্সের ওপরে নোট লেখা বক্সটিতে ক্লিক করুন। 

৩। এবার আপনার প্রোফাইল ছবির বৃত্তের নিচে থাকা মিউজিক আইকনে ট্যাপ করুন। 

৪। এরপর সার্চ মিউজিক বক্স আসেলে সেখান থেকে পছন্দের গান নির্বাচন করুন।

৫। এবার ওপরের ডান পাশে থাকা টিক মার্কে ট্যাপ করুন। 

৬। এবার ওপরের ডান পাশে থাকা শেয়ার বাটনে ট্যাপ করুন।

ব্যাস, ইনস্টাগ্রাম নোটে পছন্দের গান যুক্ত হয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.