অডিও ও ভিডিও কলের মান উন্নত করতে এমলো প্রযুক্তি যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

অডিও ও ভিডিও কলের মান উন্নত করতে এমলো প্রযুক্তি যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

অডিও ও ভিডিও কলের মান উন্নত করতে এমলো প্রযুক্তি যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

তাৎক্ষণিক মেসেজ আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কল করা যায় হোয়াটসঅ্যাপ-এ। তাই অনেকেই হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে একসঙ্গে একাধিক ব্যক্তির সঙ্গে অডিও বা ভিডিও কল করেন। কেউ কেউ আবার অনলাইন মিটিংও করেন। তাই এবার হোয়াটসঅ্যাপ নিজেদের অডিও ও ভিডিও কলের মান উন্নত করতে লো বিটরেট বা এমলো প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে ৫ ভাষায় চালু হচ্ছে ‘ভয়েস টু টেক্সট’ সুবিধা

এমলো প্রযুক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ কলের মান বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, এমলো প্রযুক্তি কলের মান দ্বিগুণ উন্নত করবে। এর আগে ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার কলেও যুক্ত করা হয়েছে এমলো প্রযুক্তি।

নতুন এ সুবিধার পাশাপাশি যেকোনো কল চলাকালে স্ক্রিন শেয়ারের সময় অডিওও শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপে। এর পাশাপাশি স্পিকার স্পটলাইট সুবিধাও পাওয়া যাবে। এর আগে গত বছরের আগস্টে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে স্ক্রিন শেয়ার সুবিধা যুক্ত করে। এখন স্ক্রিন শেয়ারের সময় অডিওও শেয়ার করা যাবে। স্পিকার স্পটলাইট ফিচারের মাধ্যমে অডিও ও ভিডিও কলে যিনি যে মূহুর্তে কথা বলবেন, স্বয়ংক্রিয়ভাবে তাঁকেই হাইলাইট করা হবে এবং পর্দায় সবার ওপরে তাঁকে দেখানো হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]