কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন?

কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন?

ফেসবুক পেজ ডিলিট করব কিভাবে

অনেকেই জানতে চান ফেসবুক পেজ ডিলিট করব কিভাবে। আজ আমরা জানবো কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন?

অনেক সময় প্রয়োজনে বা অপ্রয়োজনে আমার ফেসবুক পেজ খুলে ফেলি। পরে তা আর কাজে আসে না বা অনেক সময় কিছু পেজ বিব্রতও করে। তখন নিজেদের তৈরি করা পেজটি ডিলিট করার প্রয়োজন পড়ে। অনেক সময় জানতে চান ফেসবুক পেজ ডিলিট করতে হয় তা না জানার কারনে ফেসবুক পেজ ডিলিট করতে পারেন না। তখন প্রশ্ন করেন ফেসবুক পেজ ডিলিট করব কীভাবে। এই পোষ্টটি পড়লে আপনি জানতে পারবেন কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন? চলুন জেনে আসি।

আরও পড়ুনঃ কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায়?

যেভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন

আপনি খুব সহজেই নিচের ধাপগুলো অনুসরণ করে ফেসবুক পেজ ডিলিট করতে পারেন। ধাপগুলো হলঃ

১। প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।

২। এবার উপরের ডানদিকে থাকা মেনুতে ক্লিক করুন।

৩। এবার "পেজেস" এ যান।

৪। এবার যেই পেজটি ডিলিট করতে চান সেটি নির্বাচন করুন।

৫। এরপর পেজের উপরের ডানদিকে "সেটিংস" বাটনে ক্লিক করুন।

৬। এবার বামপাশে থাকা মেনু থেকে "জেনারেল" অপশনে ক্লিক করুন।

৭। এবার "রিমুভ পেজ" অপশনে ক্লিক করুন।

৮। পেজ ডিলিট করার জন্য আপনাকে নিশ্চিত করতে বলা হবে। এখানে "ডিলিট" এ ক্লিক করুন।

৯। আবারও নিশ্চিত করতে হবে যে আপনি পেজটি আসলেই ডিলিট করতে চান কিনা।

১০। এরপর "ডিলিট পেজ" এ ক্লিক করুন।

এরপর আপনি ১৪ দিন সময় পাবেন। চাইলে এর মধ্যে আপনি আপনার পেজটি রিকভার করতে পারবেন। যদি রিকভার না করেন তাহলে ১৪ দিন পর পেজটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে।

আশা করি যারা জানতে চান ফেসবুক পেজ ডিলিট করব কিভাবে, তাদের জন্য আজকের কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন এই পোস্টটি কাজে আসবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]