কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায়?

কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায়?

কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায়?


অনেকেই জানতে চান কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায়। আজ আমরা জানবো কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায়। 

ব্যবসায়িক প্রয়োজনে বর্তমানে ফেসবুক পেজ এখন খুব জনপ্রিয়, ও অপরিহার্য একটি বিষয়। যেকোনো ব্যবসার যদি একটি পেজ খোলা থাকে তাহলে সেই ব্যবসা সাধারন যেকোনো ব্যবসা থেকে বেশি মানুষের কাছে পৌছায়। তাই আজকের পোস্ট থেকে আপনি জানতে পারবেন কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায়।



অনেকেই একটা সমস্যার সম্মুখীন হন যে, পেজে রিচ হচ্ছে না। এর একটি বড় কারণ হতে পারে সঠিকভাবে ফেসবুকে একটি পেজ না খুলতে পারলে। সঠিকভাবে পেজ খুললে তার রিচ ও লাইক উভয়ই বৃদ্ধি পায়। তাহলে চলুন জেনে আসি কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায় ।

কীভাবে ফেসবুক পেজ খুলতে হয়

নিচের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই একটি পেজ খোলা যায়ঃ

  • প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করুন।
  • আপনার ফেসবুক প্রোফাইলের উপরের ডানদিকে একটি ড্রপডাউন মেনু আছে, সেখানে ক্লিক করে "Create" অপশনটি নির্বাচন করুন। 
  • এরপর "Page" নির্বাচন করুন।
  • এবার ফেসবুকে পেজ তৈরি করার জন্য Business or Brand অথবা Community or Public Figure এই দুটি অপশনের মধ্যে একটি নির্বাচন করুন।
  • এবার "Get Started" বাটনে ক্লিক করুন।
  • এরপর পেজের নাম এবং ক্যাটেগরি লিখুন। যেমন, পেজের নাম "ABC" এবং ক্যাটেগরি "Local Business" অথবা "Professional Service" দিতে পারেন।
  • এবার আপনার ব্যবসার ঠিকানা এবং ফোন নম্বর প্রদান করুন।
  • আপনার পেজের প্রোফাইল এবং কভার ছবি যুক্ত করুন। 
  • পেজ তৈরির হবার পর, "About" সেকশনে গিয়ে আপনার ব্যবসা বা ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত লিখুন।
  • ব্যাস, আপানার পেজ তৈরি। 
পেজটি তৈরি হয়ে গেলে নিয়মিত পোস্ট দিয়ে পেজটি সক্রিয় রাখুন।

আরও পড়ুনঃ ফেসবুক পোস্ট রিচ বাড়ানোর উপায়

উপরের ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই ফেসবুকে একটি পেজ খোলা যায়।

মন্তব্যসমূহ