ফেসবুক চালু করতে চাই সরাসরি
অনেকেই বলেন ফেসবুক চালু করতে চাই সরাসরি, কিভাবে করব? আমরাও অনেকে ফেসবুক চালু করতে চাই সরাসরি, কিন্তু কিভাবে ফেসবুক সরাসরি চালু করতে হয় তা জানি না। আজ আমরা জানবো কিভাবে ফেসবুক সরাসরি বা লাইভ করতে হয়।
আরও পড়ুনঃ ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো
ফেসবুক পেজ বা প্রোফাইলে অনেকেই লাইভ করেন বা করতে চান। ফেসবুক লাইভ করলে তা দ্রুত অনেক বেশি ব্যবহারকারীর কাছে পৌছায়। তাই অনেকেরই পছন্দের তালিকায় ফেসবুক লাইভ প্রথমে থাকে। চলুন জেনে নিই কিভাবে ফেসবুক সরাসরি বা লাইভ করতে হয়।
ফেসবুক চালু করতে চাই সরাসরি, কিভাবে করব?
ফেসবুক লাইভ চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
ফেসবুক অ্যাপ ব্যবহার করে
- প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করুন।
- এবার আপনার নিউজ ফিডের উপরে "Live" বাটনটিতে ট্যাপ করুন।
- এবার লাইভ ভিডিওর জন্য একটি ক্যাপশন লিখুন।
- এরপর প্রাইভেসি সেটিংস নির্বাচন করুন।
- এবার "গো লাইভ" বাটনে ট্যাপ করলেই লাইভ চালু হয়ে যাবে।
কম্পিউটার থেকে
- প্রথমে যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে লগ ইন করুন।
- এবার "হোয়াটস ইন ইয়োর মাইন্ড" বক্সে ক্লিক করুন।
- এবার "লাইভ ভিডিও" অপশনটিতে ক্লিক করুন।
- এরপর আপনার ক্যামেরা এবং মাইক্রোফোনের এক্সেস করার অনুমতি দিন।
- এবার আপনার লাইভ ভিডিওর জন্য একটি টাইটেল এবং সুন্দর বিবরণ লিখুন।
- এবার প্রাইভেসি সেটিংস নির্বাচন করুন।
- "গো লাইভ" বাটনে ক্লিক করলেই লাইভ শুরু হয়ে যাবে।
লাইভ স্ট্রিম চালু হলে, আপনি আপনার লাইভে আসা কমেন্ট পড়তে এবং সেগুলির উত্তর দিতে পারবেন। লাইভ স্ট্রিম শেষ হলে, আপনার ভিডিওটি আপনার টাইমলাইনে স্বয়ংক্রিয়ভাবে পোস্ট হয়ে যাবে। এতে যারা আপনার লাইভ দেখতে পারেননি তারা পরে দেখতে পারবেন।
তো এই ছিল আজকের ফেসবুক চালু করতে চাই সরাসরি, কিভাবে করব এর উত্তর। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজই ফেসবুক লাইভ করার চেষ্টা করে দেখতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন