ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো
অনেকেই জানতে চান ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো। আজ আমরা উত্তর খুঁজবো ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো সেই প্রশ্নের।
কেউ যদি আপনাকে ফেসবুকে ব্লক করে, তাহলে আপনি তার ব্লক লিস্ট থেকে নিজেকে সরাসরি আনব্লক করতে পারবেন না। ব্লক করা ব্যবহারকারী যদি চান শুধুমাত্র তখনই ব্লক করা ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে আনব্লক হতে পারবে।
তবে আমরা চাইলে একটি উপায়ে সেই ব্লক করা ব্যাক্তিকে খুব সহজেই মেসেজ করতে পারি। চলুন জেনে আসি ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো।
You May Like:
কিভাবে ফেসবুক ইভেন্ট তৈরি করবেন?কিভাবে ফেসবুক পোস্টের রিঅ্যাকশন সংখ্যা গোপন রাখবেন?
কিভাবে ফেসবুকে জন্মদিন পরিবর্তন করব?
কিভাবে ফেসবুকে একটি পেজ খোলা যায়?
মেসেঞ্জারে কেউ ব্লক করলে কিভাবে বুঝবো?
ফেসবুকে কেউ আপনাকে ব্লক করলে বুঝার উপায়
ফেসবুকে কেউ আপনাকে ব্লক করলে বুঝার বেশ কিছু উপায় আছে। চলুন জেনে নিই ফেসবুকে কেউ আপনাকে ব্লক করলে বুঝার উপায়গুলোঃ
- কেউ আপনাকে ব্লক করলে আপনি তার প্রোফাইল দেখতে পাবেন না।
- আগে বন্ধু ছিলেন কিন্তু হঠাৎ তার নাম যদি আপনার বন্ধু তালিকা থেকে উধাও হয়ে যায়।
- কেউ আপনাকে ব্লক করলে আপনি যদি তাকে মেসেঞ্জারে মেসেজ পাঠাতে চেষ্টা করলে, মেসেজ ডেলিভার হবে না এবং সে আপনার মেসেজগুলি দেখতেও পাবে না।
- কেউ আপনাকে ব্লক করলে আপনি তাকে ট্যাগ বা মেনশন করতে পারবেন না।
- কেউ আপনাকে ব্লক করলে ফেসবুকে সার্চ করে তাকে খুঁজে পাবেন না। আরও পড়ুন...
কে আমার ফেসবুক ব্লক করেছে তা কিভাবে বুঝব?
ফেসবুক কখনো সরাসরি জানায় না কে আপনাকে ব্লক করেছে। তবে উপরের আলোচনা করা লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কে ফেসবুক ব্লক করেছে। আরও নিশ্চিত হতে আপনি বিভিন্ন ফেসবুক প্রোফাইল থেকে উপরের লক্ষণগুলো চেক করতে পারেন।
ফেসবুকে কেউ ব্লক করলে আনব্লক করার উপায়-
- প্রথমে অন্য কারো ফেসবুক একাউন্ট থেকে ফেসবুক লাইট এর মাধ্যমে লগইন করুন।
- এরপর ফ্রেন্ড আইকনে ট্যাপ করুন।
- এবার সার্চ আইকনে ট্যাপ করে যে ব্যাক্তি আপনাকে ব্লক করেছে তাকে খুঁজে বের করুন।
- এবার তাকে যেকোনো একটি মেসেজ পাঠান।
- তারপর উপরের সেটিংস আইকনে ট্যাপ করুন।
- এবার "ক্রিয়েট গ্রুপ চ্যাট উইথ [সেই ব্যাক্তির নাম]" অপশনে ট্যাপ করুন।
- এবার নতুন একটি পেজ আসবে যেখানে আপনি পারটিসিপেন্ট এড করতে পারবেন। এখানে আপনার আইডিটি খুঁজে বের করে সিলেক্ট করুন এবং নেক্সট ট্যাপ করুন।
- এবার ক্রিয়েট গ্রুপ চ্যাট ট্যাপ করুন।
ব্যাস, এবার আপনাকে ব্লক করা ব্যাক্তি আপনার মেসেজ দেখতে পারবে।
তবে কেউ যদি আপনাকে ব্লক করে তাহলে আপনি তার সঙ্গে অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করে আপনাকে আনব্লক করার অনুরোধও করতে পারেন।
ফেসবুক কি স্বয়ংক্রিয়ভাবে আনব্লক হয়?
না, ফেসবুক কখনও নিজে থেকে কাউকে ব্লক বা আনব্লক করে না। যে আপনাকে ব্লক করেছে শুধুমাত্র সেই আপনাকে আনব্লক করতে পারেন।
তো এই ছিল আজকের ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো সে সম্পর্কে আলোচনা। আশা করি ফেসবুকে কেউ ব্লক করলে কিভাবে আনব্লক করবো এই বিষয়ে আজকের এই পোষ্টটি আপনার কাজে লাগবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন