কিভাবে ফেসবুক পোস্টের রিঅ্যাকশন সংখ্যা গোপন রাখবেন?
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হল ফেসবুক। এতে কোন কিছু পোস্ট করার পর কতগুলো রিঅ্যাকশন পেলেন তা জানার অপেক্ষায় থাকেন অনেক ব্যবহারকারী। তবে আবার অনেকেই এই রিঅ্যাকশন সংখ্যা অন্যকে জানাতে পছন্দ করেন না। আপনি চাইলেই কম্পিউটার বা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে খুব সহজেই ফেসবুক পোস্টের রিঅ্যাকশনের সংখ্যা অন্যদের কাছে থেকে লুকিয়ে রাখতে পারবেন। ফেসবুক রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
আরও পড়ুনঃ হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
ফেসবুক রিঅ্যাকশনের সংখ্যা লুকিয়ে রাখবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস থেকেঃ
- প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।
- এবার অ্যাপের মেনুতে ট্যাপ করুন। (অ্যান্ড্রয়েডে ওপরের ডান দিকে, আর আইওএস-এ নিচের দিকে থ্রি লাইন আইকোন)
- এবার নিচের দিকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন থেকে ‘সেটিংস’ নির্বাচন করুন।
- এবার ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ট্যাপ করুন।
- এবার ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ বাটনে ট্যাপ করুন।
ব্যাস, এভাবে ফেসুবক পোস্টের রিঅ্যাকশনের সংখ্যা লুকানো যাবে।
ফেসবুক পেজে দেওয়া রিঅ্যাকশনের সংখ্যা লুকাবেন যেভাবে
ব্যবহারকারীরা ফেসবুকের অনেক পেজে রিঅ্যাক্ট করে থাকে। কোন কোন পেজে রিঅ্যাক্ট করেছেন সেই তথ্য বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের কাছে রিঅ্যাকশনের সংখ্যা লুকাতে চান অনেকেই।
চাইলে এটিও লুকানো সম্ভব। তবে একে বারে সব পেজের রিঅ্যাকশন লুকানো তা না। পেজের ক্যাটাগরি অনুযায়ী সেটি করতে হয়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- নিজের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন।
- এবার ‘মোর’ অপশনে ক্লিক করুন।
- এবার মেনু থেকে ‘লাইক’ অপশনে ক্লিক করুন।
- এবার তিন ডট (⋯) বাটনে ক্লিক করুন।
- এরপর ‘এডিট দ্য প্রাইভেসি অব ইউওর লাইকস’ অপশনটি নির্বাচন করুন।
- এখন ফেসবুক পেজের বিভিন্ন ক্যাটাগরির তালিকা দেখতে পাবেন। প্রতিটি ক্যাটাগরির পাশে প্রাইভেসি আইকোনে ক্লিক করুন।
- এখন অপশনগুলো থেকে ‘অনলি মি’ অপশনে ক্লিক করুন।
- এবার ‘সেভ’ অপশন নির্বাচন করুন।
কম্পিউটার থেকে লাইক সংখ্যা লুকাবেন যেভাবে
- যেকোনো ব্রাউজার থেকে ফেসবুকে প্রবেশ করুন।
- এবার নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করলে একটি মেনু চালু হবে।
- এবার মেনু থেকে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি নির্বাচন করুন।
- এরপর ‘সেটিংস’ অপশনটি নির্বাচন করুন।
- এখন ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।
- এবার ‘রিঅ্যাকশন প্রিফারেন্সেস’ অপশনে ক্লিক করুন।
- এখানে ‘অন ইওর পোস্টস’ এবং ‘অন পোস্টস ফ্রম আদার্স’ টগল দেখতে পাবেন। এখান থেকে প্রয়োজন অনুযায়ী একটি কিংবা দুটি অপশনে ক্লিক করুন। (‘অন ইওর পোস্টস’ অপশন নির্বাচন করলে অন্যরা আপনার পোস্টে রিঅ্যাকশনের সংখ্যা দেখতে পারবে না। আর ‘অন পোস্টস ফ্রম আদার্স’ অপশনে ক্লিক করলে অন্যের পোস্টে রিঅ্যাকশনের সংখ্যা আপনাকে দেখাবে না ফেসবুক।
তো এই ছিল আজকের কিভাবে ফেসবুক পোস্টের রিঅ্যাকশন সংখ্যা গোপন রাখবেন নিয়ে আলোচনা। আশা করি আপনাদের পোষ্টটি ভালো লেগেছে। আপনি যদি ফেসবুক পোস্টের রিঅ্যাকশন সংখ্যা গোপন রাখতে চান আজই উপরের ধাপগুলো অনুসরণ করে ফেসবুক পোস্টের রিঅ্যাকশন সংখ্যা গোপন রাখুন।
সুত্রঃ আরটিভি অনলাইন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন