২৯৭৫৩ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ৩৮০ জন কমিউনিটি ম্যানেজার-১ নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও

Also Read

২৯৭৫৩ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ৩৮০ জন কমিউনিটি ম্যানেজার-১ নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও

২৯৭৫৩ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ৩৮০ জন কমিউনিটি ম্যানেজার-১ নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও
ছবিঃ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা "পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র" ১৯৮৬ সাল থেকে টানা ৩৯ বছর ধরে দেশজুড়ে দারিদ্র্য বিমোচন ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। এ পর্যন্ত ১ কোটিরও বেশি মানুষের জীবনমান উন্নয়নে এই সংস্থার অবদান অনস্বীকার্য। সংস্থাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ৭০০-এর অধিক শাখা, প্রোগ্রাম অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ৩০টিরও বেশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। বর্তমানে সংস্থার ক্ষুদ্রঅর্থায়ন বিভাগকে আরও গতিশীল করতে উপযুক্ত ও দক্ষ প্রার্থীদেরকে নিচে উল্লিখিত পদগুলোতে আবেদনের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।

কমিউনিটি ম্যানেজার-১ (CM-1) পদে নিয়োগ দিতে পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "২০ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: কমিউনিটি ম্যানেজার-১ (CM-1)

পদ সংখ্যা: ৩৮০ টি। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক/স্নাতকোত্তর/সমমান। শিক্ষা জীবনের যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ/জিপিএ ৫ স্কেলে ২.৫০ এবং ৪ স্কেলে ২.২৫ থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

বেতন: ২৯৭৫৩ টাকা।

অন্যান্য সুবিধা: চাকুরি নিয়মিত হবার পর বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পারফরমেন্স বোনাস, নির্দিষ্ট সময় অন্তর বেতন সমন্বয়, বার্ষিক ইনক্রিমেন্ট, গ্রাচুইটি, সাপ্তাহিক ২ দিন ছুটি, স্ববেতনে ৬ মাস মাতৃত্বজনিত ছুটি, সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, পদোন্নতি প্রভৃতি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।

আবেদনের বয়স: ২৪ থেকে ৩২ বছর।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্বসমূহ:

এলাকা জরিপ পরিচালনা, সমিতি গঠন ও পরিচালনা, সমিতির সদস্যদের মধ্যে ঋণ বিতরণ ও আদায়, সঞ্চয় সংগ্রহ, LEAP (লিভলিহুড এনহ্যান্সমেন্ট অ্যান্ড প্রোটেকশন) কার্যক্রম বাস্তবায়ন, এবং রেমিট্যান্স ব্যবস্থাপনার মতো কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এছাড়া সমিতি এবং এলাকা/কমিউনিটিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ ৩৫১৯৬ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দিচ্ছে পদক্ষেপ এনজিও

আবেদনের নিয়ম: 

১। ই-মেইলের মাধ্যমে আবেদন:

প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক বরাবর নিম্নলিখিত ডকুমেন্টের স্ক্যানকপি career@padakhep.org ই-মেইলে পাঠাতে হবে:

  • স্বহস্তে লিখিত আবেদনপত্র (এ-৪ সাদা কাগজে; দুইজন পরিচিত বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ সহ)।
  • আপডেটেড জীবনবৃত্তান্ত (CV)।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩টি রঙিন ছবি (ল্যাব প্রিন্ট)।
  • জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও স্থায়ী ঠিকানার নাগরিকত্ব সনদ-এর সত্যায়িত ফটোকপি।
  • সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ/ছাড়পত্র-এর সত্যায়িত কপি।

২। হার্ডকপি জমাদান:

উপরের সকল কাগজপত্রের ফিজিক্যাল কপি নিম্নোক্ত ঠিকানায় ২০ মে ২০২৫-এর মধ্যে জমা দিন:

নির্বাহী পরিচালক

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র

এস টাওয়ার (বাড়ি নং-২৮/১), পশ্চিম তেজতুরি বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫

(সরাসরি বা ডাকযোগে প্রেরণযোগ্য)

৩। এছাড়াও প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদক্ষেপ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের শর্তাবলী:

  • খামের উপর পদের নাম ও আবেদনকারীর জেলা স্পষ্টভাবে লিখুন।
  • লিখিত পরীক্ষায় অংশগ্রহণকালে নগদ ২০০ টাকা (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে।
  • প্রশিক্ষণ শুরুর সময় জমা দিতে হবে:
  • প্রধান অভিভাবকের ৩০০ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।
  • আবেদনকারীর দুইজন আত্মীয়/পরিচিত গ্যারান্টর-এর ফরম (সরকারি/আধা-সরকারি/বেসরকারি চাকুরিজীবী)।
  • প্রশিক্ষণ শেষে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে "স্টাফ সেভিংস ডিপোজিট" অ্যাকাউন্টে ৮,০০০ টাকা জমা দিতে হবে। চাকরি সমাপ্তি/স্থায়ীকরণের পর এই অর্থ লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।
  • নারী প্রার্থীদের আবেদনে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url