৩০০ জন শিক্ষানবিশ উন্নয়ন কর্মী নিয়োগ দিতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
১৮০০০ টাকা বেতনে ৩০০ জন শিক্ষানবিস উন্নয়ন কর্মী নিয়োগ দিতে প্রশিকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
![]() |
ছবিঃ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র |
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিম্নবর্ণিত পদ পূরানের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে জরুরী ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করছে।
১৮০০০ টাকা বেতনে ৩০০ জন শিক্ষানবিস উন্নয়ন কর্মী দিতে প্রশিকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "২০ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রশিকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: শিক্ষানবিস উন্নয়ন কর্মী (ঋণ কার্যক্রম)
পদ সংখ্যা: ৩০০ টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সমমান পাস (স্নাতক ফলপ্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই)। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে। এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়া হবে।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
বেতন: ১৮০০০ টাকা।
অন্যান্য সুবিধা: নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা ২,০০০/- (দুই হাজার আটশত) টাকা এবং মোবাইল ভাতা ৬৫০/- (ছয়শত পঞ্চাশ) টাকা প্রদান করা হবে। চাকুরি স্থায়ী হবার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবে ২(দুই)টি উৎসব ভাতা দেয়া হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার ৫০%।
আবেদনের বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।
কর্মস্থল: বাংলাদেশে অবস্থিত প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের যেকোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকা।
আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৫।
আরও পড়ুন: ৫ টি পদে ২৯০০ জন জনবল নিয়োগ দিতে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
আবেদনের নিয়ম:
A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে:
- একটি পূর্ণ জীবন বৃত্তান্ত (প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা, মাতা, স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও ছায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি/জন্মনিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে)।
- সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ/এনআইডি/জন্মনিবন্ধন/অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি।
- মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে (প্রার্থীর নিয়োগ পরীক্ষাসহ চাকুরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে)। যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই, তারা বিশ্বস্ত কারোর মোবাইল নম্বর উল্লেখ করতে পারবেন, এক্ষেত্রে ঐ বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
- আবেদন কিছু আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৫০০/-(পাঁচশত) টাকা যে কোনো তফসিলি ব্যাংক হতে “প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র” অথবা Proshika Manobik Unnayan Kendra" হিসাবের নামে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখার হিসাব নম্বরে জমা দিতে হবে।
টাকা জমাদান স্লীপের কাস্টমার কপি A4 সাইজের নানা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। উপরোক্ত কাগজপত্র আগামী ২০ মে ২০২৫ এর মধ্যে নিচের ঠিকানায় পৌছাতে হবে। রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের উপর স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে।
ঠিকানাঃ
পরিচালক,
মানবসম্পদ বিভাগ,
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র,
প্রশিকা ভবন, আই/১-গ,
সেকশন-২, মিরপুর,
ঢাকা-১২১৬।
প্রশিকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আরও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।