২৪০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে কারসা
২৪০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে কারসা
![]() |
ছবিঃ সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশন (কারসা) |
"সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশন (কারসা)"- "ফিল্ড অর্গানাইজার" পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী "৩১ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
কারসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: ফিল্ড অর্গানাইজার
পদসংখ্যা: ৩০ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর। (বানিজ্য বিষয় অগ্রাধিকার দেয়া হবে)।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই। (তবে ঋণ কর্সূচীতে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)।
বেতন: ২২০০০ থেকে ২৪০০০ টাকা।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুয়িটি, বার্ষিক বেতন বৃদ্ধি, ০২টি উৎসব ভাতা, বাৎসরিক অর্জিত (অভোগকৃত) ছুটি নগদায়ন, পদোন্নতি (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি প্রদান করা হবে। সংস্থার নির্ধারিত হারে মাসিক মোবাইল বিল ও দৈনিক খাদ্যভাতা প্রদান করা হবে।
আবেদনের বয়স: ২৫ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: বরিশাল, ভোলা, ঢাকা, ঝালকাঠি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, পিরোজপুর।
কারসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
শর্তাবলী:
- আবেদনকারীরকে অবশ্যই বাই-সাইকেল অথবা মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বাই-সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে।
- নিয়োগের জন্য বিবেচিত হলে প্রার্থীকে সংস্থার কর্ম-এলাকার যে কোন শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
- হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহন করা হবে না।
- অসম্পূর্ণ বা বিলম্বিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
- আবেদনপত্র অবশ্যই ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে সাক্ষাতকারের জন্য ডাকা হবে।
আরও পড়ুনঃ ৫ টি পদে ২৯০০ জন জনবল নিয়োগ দিতে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করে আগামী ৩১/০৫/২০২৫ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে:
- জীবনবৃত্তান্ত (সিভি),
- পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ০২ কপি,
- শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত অনুলিপি,
- জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর অনুলিপি,
- মোবাইল নম্বর (স্পষ্টভাবে উল্লেখ্য),
- খামের সামনে পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।
ঠিকানা:
প্রধান নির্বাহী কর্মকর্তা
কারসা ফাউন্ডেশন
লাল মিয়া কটেজ, মানু মিয়া লেন, নবগ্রাম রোড
(ফরেষ্টার বাড়ী লেনের বিপরীত দিকের গলি), বরিশাল।
কারসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।