২৪০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে কারসা

Also Read

২৪০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে কারসা

২৪০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে কারসা
ছবিঃ সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশন (কারসা)

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর অর্থায়নে পরিচালিত এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশন (কারসা)। "কারসা ফাউন্ডেশন"-এর কর্মএলাকা হিসেবে চিহ্নিত বরিশাল, পিরোজপুর, ঝালকাঠী, ভোলা, ঢাকা, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলে ঋণ সহায়তা প্রদান করা। কর্মসূচির আওতায় শর্তসাপেক্ষে উল্লিখিত সংখ্যক জনবল নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

"সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সোশ্যাল অ্যাকশন (কারসা)"- "ফিল্ড অর্গানাইজার" পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী "৩১ মে ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।

কারসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: ফিল্ড অর্গানাইজার

পদসংখ্যা: ৩০ টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর। (বানিজ্য বিষয় অগ্রাধিকার দেয়া হবে)।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই। (তবে ঋণ কর্সূচীতে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে)।

বেতন: ২২০০০ থেকে ২৪০০০ টাকা।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ড ফান্ড, গ্রাচ্যুয়িটি, বার্ষিক বেতন বৃদ্ধি, ০২টি উৎসব ভাতা, বাৎসরিক অর্জিত (অভোগকৃত) ছুটি নগদায়ন, পদোন্নতি (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি প্রদান করা হবে। সংস্থার নির্ধারিত হারে মাসিক মোবাইল বিল ও দৈনিক খাদ্যভাতা প্রদান করা হবে।

আবেদনের বয়স: ২৫ থেকে ৩৫ বছর।

কর্মস্থল: বরিশাল, ভোলা, ঢাকা, ঝালকাঠি, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, পিরোজপুর।

কারসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

শর্তাবলী: 

  • আবেদনকারীরকে অবশ্যই বাই-সাইকেল অথবা মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বাই-সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে।
  • নিয়োগের জন্য বিবেচিত হলে প্রার্থীকে সংস্থার কর্ম-এলাকার যে কোন শাখায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহন করা হবে না। 
  • অসম্পূর্ণ বা বিলম্বিত আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • আবেদনপত্র অবশ্যই ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে।
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে সাক্ষাতকারের জন্য ডাকা হবে।

আরও পড়ুনঃ ৫ টি পদে ২৯০০ জন জনবল নিয়োগ দিতে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করে আগামী ৩১/০৫/২০২৫ তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে:

  • জীবনবৃত্তান্ত (সিভি),
  • পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ০২ কপি,
  • শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার সকল সনদের সত্যায়িত অনুলিপি,
  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর অনুলিপি,
  • মোবাইল নম্বর (স্পষ্টভাবে উল্লেখ্য),
  • খামের সামনে পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।

ঠিকানা:

প্রধান নির্বাহী কর্মকর্তা

কারসা ফাউন্ডেশন

লাল মিয়া কটেজ, মানু মিয়া লেন, নবগ্রাম রোড

(ফরেষ্টার বাড়ী লেনের বিপরীত দিকের গলি), বরিশাল।

কারসা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url