৫ টি পদে ২৯০০ জন জনবল নিয়োগ দিতে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ

Also Read

৫ টি পদে ২৯০০ জন জনবল নিয়োগ দিতে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ

৫ টি পদে ২৯০০ জন জনবল নিয়োগ দিতে টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ
ছবিঃ টিএমএসএস

বেসরকারি প্রতিষ্ঠান ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এইচইএম গ্র্যান্ড সেক্টরের ঋণ কর্মসূচিতে একযোগে ২৯০০ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

৫ টি পদে ২৯০০ জন জনবল নিয়োগ দিতে টিএমএসএস (TMSS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "১৫ জুন ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।

টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পদের নাম: শাখা ব্যবস্থাপক

পদ সংখ্যা: ২০০

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: এমআরএ লাইসেন্সপ্রাপ্ত কোনো এমএফআইতে শাখা প্রধানের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রাপ্য। পিকেএসএফভুক্ত প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকলে তিন মাসের শিক্ষানবিশী সুযোগ।

বেতন: ৪১৭১৫ টাকা।

আবেদনের বয়স: ১৮-৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৪০ বছর)।

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স আবশ্যক।


পদের নাম: শাখা হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৫০০

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: পিকেএসএফভুক্ত প্রতিষ্ঠানে শাখা হিসাবরক্ষক হিসেবে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকলে তিন মাসের শিক্ষানবিশী সুযোগ।

বেতন: ৩২৮৮০ টাকা।

আবেদনের বয়স: ১৮-৩৫ বছর (অভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৪০ বছর)।

অন্যান্য যোগ্যতা: হিসাবরক্ষণ ও কম্পিউটার অপারেশনে দক্ষতা প্রয়োজন।

আরও পড়ুনঃ ৩০০ জন শিক্ষানবিশ উন্নয়ন কর্মী নিয়োগ দিতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ

পদের নাম: ফিল্ড সুপারভাইজার

পদ সংখ্যা: ১৫০০

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান ডিগ্রি। স্নাতকোত্তর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: পিকেএসএফভুক্ত প্রতিষ্ঠানে একই পদে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকলে তিন মাসের শিক্ষানবিশী সুযোগ।

বেতন: ৩২৪৪৫ টাকা।

আবেদনের বয়স: ১৮-৩৫ বছর।

অন্যান্য যোগ্যতা: ক্ষেত্রসমীক্ষণ ও দল ব্যবস্থাপনায় দক্ষতা।


পদের নাম: সহকারী ফিল্ড সুপারভাইজার

পদ সংখ্যা: ৫০০

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।

অভিজ্ঞতা: পিকেএসএফভুক্ত প্রতিষ্ঠানে একই পদে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকলে তিন মাসের শিক্ষানবিশী সুযোগ।

বেতন: ২৭৮১০ টাকা।

আবেদনের বয়স: ১৮-৩৫ বছর।

অন্যান্য যোগ্যতা: মাঠ পর্যায়ের কাজে আগ্রহ ও দক্ষতা প্রয়োজন।

আরও পড়ুনঃ ২০০০০ টাকা বেতনে এইচএসসি পাসে ১০০ জন ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)

পদের নাম: বিনিয়োগকর্মী

পদ সংখ্যা: ২০০

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ফাজিল/স্নাতকোত্তর/কামিল ডিগ্রি। স্নাতকোত্তর বা কামিল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: পিকেএসএফভুক্ত প্রতিষ্ঠানে একই পদে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকলে তিন মাসের শিক্ষানবিশী সুযোগ।

বেতন: ৩২৪৪৫ টাকা।

আবেদনের বয়স: ১৮-৩৫ বছর।

অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালনায় দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স, ইসলামের মৌলিক জ্ঞান, ইসলামি আদর্শের অনুসারী ও অধূমপায়ী হতে হবে।


আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৫।

TMSS নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপিসহ, মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকার মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। টিএমএসএস এর যেকোনো শাখা, অঞ্চল, জোন, ডোমেইন অফিস, ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয় থেকে ১০ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রসিদ সংগ্রহ করতে হবে। অথবা
  • যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে শুধু ‘টিএমএসএস’ শিরোনামে রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক বা সোনালী ব্যাংকে টাকা জমাদানের মূল রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরও পড়ুনঃ ২৪০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে কারসা

ঠিকানা:

পরিচালক (এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) বরাবর করতে হবে এবং খামের ওপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করে আবেদনপত্র ১৫ জুনের মধ্যে নিম্নবর্ণিত যেকোনো ঠিকানায় সরাসরি, ডাক/কুরিয়ার মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

  • টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
  • টিএমএসএস ফাউন্ডেশন অফিস, রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া সদর, বগুড়া-৫৮০০।
  • টিএমএসএস ডোমেইন অফিস, ওয়াইএমসিএ স্কুলের পার্শ্বে, ২৮, সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
  • টিএমএসএস রাজশাহী ডোমেইন অফিস, রোড নং-০৩, বাসা নং-২৩৩, পদ্মা আবাসিক এলাকা, চন্দ্রিমা, রাজশাহী।
  • টিএমএসএস রংপুর ডোমেইন অফিস, আর কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর।
  • টিএমএসএস চট্টগ্রাম ডোমেইন অফিস, ৫৪৯ ডি টি রোড, আব্দুল আলীর হাট, অলংকার মোড়, পাহাড়তলী, চট্টগ্রাম।
  • টিএমএসএস যশোর ডোমেইন অফিস, তাবলিগ মসজিদের গলি, ই-ব্লক, সেক্টর #৭, বাসা #৯/৪, নিউমার্কেট উপশহর, যশোর।
  • টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার–সংলগ্ন, বদিকোনা (চণ্ডীপুল), দক্ষিণ সুরমা, সিলেট।
  • টিএমএসএস বরিশাল ডোমেইন অফিস, রংধনু রাজকুমার, ঘোষ লেন, সিঅ্যান্ডবি রোড, চৌমাথা (লেকের উত্তর পার্শ্বে), বরিশাল।
  • টিএমএসএস দিনাজপুর ডোমেইন অফিস, উপশহর-২, ব্লক নং-২, প্লট নং ৮, হাউস নং-২৭ (তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের পূর্ব পার্শ্বে), সদর, দিনাজপুর। টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদনগর, সদর দক্ষিণ, কুমিল্লা।
  • টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড় নতুন বাসস্ট্যান্ড–সংলগ্ন, নাটোর।
  • টিএমএসএস ময়মনসিংহ ডোমেইন অফিস, দি অ্যাড্রেস, ৪/ঙ, একাডেমি রোড, রেলক্রসিং, পূর্ব গোহাইলকান্দি, ময়মনসিংহ।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আরও বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url