২৮৯৭৮ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় প্রোগ্রাম অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)
২৮৯৭৮ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় প্রোগ্রাম অর্গানাইজার পদে নিয়োগ দিচ্ছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)
![]() |
ছবিঃ ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) |
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) ১৯৭৭ সালে সেভ দ্য চিলড্রেন (যুক্তরাষ্ট্র) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি বেসরকারি সংস্থা। ১৯৮১ সালে সমাজসেবা বিভাগ ও এনজিও ব্যুরোর অধীনে আইনি স্বীকৃতি পায় এটি। VERC দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বনির্ভরতা ও ক্ষমতায়নে কাজ করে, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থা ও সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে। সম্প্রদায়ের চাহিদাভিত্তিক পরিকল্পনা করে দেশজুড়ে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নসহ নানা ক্ষেত্রে কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এই সংগঠন।
"ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)"- "প্রোগ্রাম অর্গানাইজার" পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা আগামী "২৭ এপ্রিল ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার
পদসংখ্যা: নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
বেতন: ২৮৯৭৮ টাকা।
আবেদনের বয়স: ১৮ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
দায়িত্বসমূহ:
- সভায় সদস্যদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং প্রতিটি সাব-গ্রুপ থেকে নির্ধারিত অর্থ সংগ্রহ করা।
- সভায় সদস্য ভর্তি, ঋণ বণ্টন, সঞ্চয় ফেরত প্রদানসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা পরিচালনা করা।
- পাসবুক হালনাগাদ, কালেকশন শীট পূরণ এবং রেজুলেশন রেজিস্টার সংরক্ষণ করা।
- সভার সিদ্ধান্তসমূহ পাঠ করে সভাপতি ও সদস্যদের স্বাক্ষর সংগ্রহ করা।
- কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা ও সাপ্তাহিক রিপোর্ট তৈরি করা।
- কালেকশন শীট মোতাবেক সংগৃহীত অর্থ হিসাবরক্ষকের কাছে হস্তান্তর করা।
- সাবসিডিয়ারি লেজারসহ সকল আর্থিক খাতা নিয়মিত হালনাগাদ ও সংরক্ষণ করা।
আবেদনের নিয়ম:
- আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে:
- পূরণকৃত আবেদনপত্র
- সিভি (দুইজন রেফারেন্সের বিবরণসহ)
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি
- শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র ও জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষরিত ফটোকপি
- প্রাসঙ্গিক অন্যান্য ডকুমেন্ট
নির্দেশাবলী:
- আবেদনপত্রে মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা অবশ্যই উল্লেখ করতে হবে।
- খামের উপরে "আবেদনকৃত পদের নাম" স্পষ্টভাবে লিখতে হবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভ্রমণ বা থাকার ভাতা প্রদান করা হবে না।
- অসম্পূর্ণ বা নির্দেশিকা বহির্ভূত আবেদন বাতিল বলে গণ্য হবে।
ঠিকানা:
নির্বাহী পরিচালক,
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক),
বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর,
সাভার, ঢাকা-১৩৪০।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদনের পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।