৩৫০০০ টাকা বেতনে কোডইগনিটার এক্সপার্ট নিয়োগ দিচ্ছে আশা এনজিও
৩৫০০০ টাকা বেতনে কোডইগনিটার এক্সপার্ট নিয়োগ দিচ্ছে আশা এনজিও
![]() |
| ছবিঃ আশা এনজিও |
'আশা এনজিও' বিশ্বের সর্ববৃহৎ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যা সারাদেশব্যাপী ৩,০৭৩ ব্রাঞ্চ ও ২৫,৮৫৯ জন দক্ষ কর্মীর সহায়তায় প্রায় ৭৩ লক্ষ সদস্যকে ক্ষুদ্রঋণ সেবা দিয়ে যাচ্ছে। 'আশা' সম্পূর্ণ বিদেশী অনুদানমুক্ত একটি সংস্থা। সংস্থাটি আর্থিক কর্মসূচির উদ্বৃত্ত তহবিল থেকে বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। আশা বিশ্ববিদ্যালয়ে আশা'র সদস্যের সন্তানদের জন্য Tuition Fee Waiver এর ব্যবস্থা আছে। স্বল্প খরচে আশা ম্যাটস্ - অধ্যয়ন করে "মেডিকেল এসিস্ট্যান্ট" হওয়ার সুযোগ আছে। অত্র প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে নিম্নলিখি যোগ্যতা ও শর্ত সাপেক্ষে মাঠ কর্মী নিয়োগ করা হচ্ছে।
৩৫০০০ টাকা বেতনে কোডইগনিটার এক্সপার্ট নিয়োগ দিতে আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী "১৩ জুন ২০২৫" পর্যন্ত আবেদন করতে পারবেন।
আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
পদের নাম: কোডইগনিটার এক্সপার্ট (পারফেক্স সিআরএম / পিএইচপি / লারাভেল)
পদ সংখ্যা: ২ টি।
শিক্ষাগত যোগ্যতা: উল্লেখ নেই।
অভিজ্ঞতা: সর্বনিম্ন ২ বছর।
বেতন: ২৫০০০ থেকে ৩৫০০০ টাকা।
আবেদনের বয়স: নির্দিষ্ট নয়।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
