প্রকাশের তারিখ: ২৩ জুন ২০২৫
সেলস অফিসার নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা
![]() |
ছবিঃ ব্র্যাক |
বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রভিডেন্ট ফান্ডসহ নানান সুবিধা দিয়ে সেলস অফিসার নিয়োগ দিচ্ছে ব্র্যাক এনজিও। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ জুলাই ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
চাকরি সংক্রান্ত তথ্য:
প্রতিষ্ঠানের নাম | ব্র্যাক এনজিও |
চাকরির ধরন | ফুল টাইম |
পদের নাম | অফিসার, সেলস (ব্র্যাক গ্রিন প্যাকেজিং) |
পদ সংখ্যা | নির্দিষ্ট নয় |
আবেদনের শেষ তারিখ | ৫ জুলাই ২০২৫ |
বেতন | আলোচনা সাপেক্ষ |
বয়স | নির্দিষ্ট নয় |
অভিজ্ঞতা | ২ বছর |
কর্মীর ধরন | পুরুষ ও মহিলা |
কর্মস্থল | ঢাকা (হেড অফিস) |
ওয়েবসাইট | https://www.brac.net/ |
মূল দায়িত্ব:
এই পদে থাকা ব্যক্তি সংগঠনের বায়োডিগ্রেডেবল পলি ব্যাগ বিক্রি করবে এবং সময়মতো বিক্রির টাকা সংগ্রহ করবে; পাশাপাশি ক্রেতা ও বিক্রির পরিমাণ বাড়ানোর দায়িত্ব পালন করবে।
যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (তবে মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ অগ্রাধিকার দেওয়া হবে)।
দক্ষতা: পণ্যের জ্ঞান, সেলস ও মার্কেটিং বিষয়ে জ্ঞান, অর্ডার ও পেমেন্ট পদ্ধতি, এবং বাকি আদায় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
বেতন ও সুবিধাসমূহ:
স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি।
আবেদন প্রক্রিয়া:
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।