লিখিত পরিক্ষার তারিখ ও স্থান প্রকাশ করেছে ডিপিডিসি
লিখিত পরিক্ষার তারিখ ও স্থান প্রকাশ করেছে ডিপিডিসি
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) যারা আইসিটি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করছেন, তাদের লিখিত পরীক্ষার তারিখ বেরিয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামানের সই করা এক নোটিশে এই খবরটা দিয়েছে।
পরীক্ষার সময় ও স্থান
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)
⏰
সময়: সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত
📍
স্থান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইসিই ভবন
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)
⏰
সময়: সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত
📍
স্থান: বুয়েটের ইসিই ভবনেই (উপরের পরীক্ষার পরপরই)
দুই পদের পরীক্ষাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই একই ভবনে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষা শুরু হবে।
এডমিট কার্ড সম্পর্কে তথ্য
এডমিট কার্ড সংগ্রহ করার নিয়ম
- যাদের পরীক্ষা দেবার যোগ্যতা হয়েছে, তাদের এডমিট কার্ড (নিয়োগ পরীক্ষার কার্ড) কোম্পানির ওয়েবসাইটে আপ করে দেওয়া হয়েছে।
- আপনার মোবাইল ফোনে এসএমএস করে কখন, কোথায় পরীক্ষা, সেই খবরও পাঠিয়ে দেওয়া হয়েছে।
- যারা অনলাইনে আবেদন করেছিলেন, তারা মোবাইলে পাওয়া ইউজার আইডি দিয়ে যেকোনো ওয়েব ব্রাউজারে ডিপিডিসির সাইটে ঢুকে এই কার্ডটা নামিয়ে (ডাউনলোড করে) নিতে পারবেন।
আরও কোনো প্রশ্ন থাকলে ডিপিডিসির হেল্পলাইন: ০৯৬০৭-৭৭০০৬৬
- মো. মনিরুজ্জামান
ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিপিডিসি
ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিপিডিসি
Caution - In the recruitment process, legitimate companies never charge a fee from candidates. If there are companies that charge for interviews, tests, ticket reservations, etc., it is better to avoid them because there are indications of fraud. Do not transfer any payments when applying for a job.
Post a Comment
Post a Comment