২২০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় শিক্ষানবিশ ক্রেডিট অফিসার নিয়োগ দিচ্ছে গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP)

২২০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় শিক্ষানবিশ ক্রেডিট অফিসার নিয়োগ দিচ্ছে গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP)
Also Read

প্রকাশের তারিখ: ১৯ জুন ২০২৫

২২০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় শিক্ষানবিশ ক্রেডিট অফিসার নিয়োগ দিচ্ছে গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP)

২২০০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় শিক্ষানবিশ ক্রেডিট অফিসার নিয়োগ দিচ্ছে গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP)
ছবিঃ গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP)

গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP) ১৯৭৩ সাল থেকে জাতীয় পর্যায়ের একটি বেসরকারী এনজিও সংস্থা। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথিরিটি কর্তৃক সনদপ্রাপ্ত সংস্থাটি পিকেএসএফ এর অর্থায়নে গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, বরিশাল, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় ঋণ কর্মসূচী পরিচালনা করে আসছে।

চাকরি সংক্রান্ত তথ্য:

প্রতিষ্ঠানের নামগণ উন্নয়ন প্রচেষ্টা (GUP)
চাকরির ধরনফুল টাইম
পদের নামশিক্ষানবিশ ক্রেডিট অফিসার
পদ সংখ্যা৫০ টি
আবেদনের শেষ তারিখ১৯ জুলাই ২০২৫
বেতন২২,০০০ টাকা
বয়স৩৩ বছর
অভিজ্ঞতাপ্রয়োজন নেই
কর্মীর ধরনপুরুষ ও মহিলা
কর্মস্থলবরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর
ওয়েবসাইট https://gupbd.org/

চাকরির প্রেক্ষাপট:
গণ উন্নয়ন প্রচেষ্টা (GUP) তাদের শাখা বৃদ্ধির লক্ষ্যে জরুরী ভিত্তিতে কিছু উদ্যোমী ও দক্ষ কর্মকর্তা/কর্মচারী নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান জানাচ্ছে।

যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।

বেতন ও সুবিধাসমূহ:
প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি, উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা, মোটরসাইকেল জ্বালানী খরচ।

আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র: লিখিত আবেদনপত্র, পাসপোর্ট সাইজের ২ কপি সদ্য তোলা রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ পত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সচল মোবাইল নম্বর সহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত।
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা অনলাইন, ইমেইল অথবা ডাক ও কুরিয়ার এর মাধ্যমে আবেদন করতে পারবেন। উপরে উল্লেখিত কাগজপত্র নিচের ঠিকানায় আগামী ১৯ জুলাই ২০২৫ এর মধ্যে নিচের ঠিকানায় ডাক ও কুরিয়ার যোগে প্রেরণ করা যাবে। তাছাড়াও ইমেইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন। 

যোগাযোগের তথ্য:
ঠিকানা: নির্বাহী পরিচালক, গণ উন্নয়ন প্রচেষ্টা, ১৩ এ/৩এ বাবর রোড, ব্লক-বি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।

ইমেইল ঠিকানা: careergup@gmail.com

Post a Comment

© Top Job. All rights reserved. Premium By Top Job