২৪২০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন ট্রেইনি ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)

২৪২০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন ট্রেইনি ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)
Also Read

প্রকাশের তারিখ: ১৫ জুন ২০২৫

২৪২০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন ট্রেইনি ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)

২৪২০০ টাকা বেতনে বিনা অভিজ্ঞতায় ১০০ জন ট্রেইনি ফিল্ড অফিসার পদে নিয়োগ দিচ্ছে পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)
ছবিঃ পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত এবং পিকেএসএফ, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত দেশের একটি জাতীয় পর্যায়ের বেসরকারী এনজিও সংস্থা।

চাকরি সংক্রান্ত তথ্য:

প্রতিষ্ঠানের নামপল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)
চাকরির ধরনফুল টাইম
পদের নামট্রেইনি ফিল্ড অফিসার (ক্ষুদ্রঋণ)
পদ সংখ্যা১০০টি
আবেদনের শেষ তারিখ১৫ জুলাই ২০২৫
বেতন২৪,২০০ টাকা
বয়স৩২ বছর
অভিজ্ঞতাপ্রয়োজন নেই
কর্মীর ধরনপুরুষ ও মহিলা
কর্মস্থলকিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার বিভিন্ন গ্রামে।
ওয়েবসাইট https://pbk-bd.org/

চাকরির প্রেক্ষাপট:
দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় শহর ও গ্রামে চলমান ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণের জন্য জরুরী ভিত্তিতে নিম্নলিখিত পদসমূহে আগ্রহী এবং যোগ্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।

মূল দায়িত্ব:
ক্ষুদ্রঋণ কর্মসূচী সম্প্রসারণ ও পরিচালনা করা।

যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাস।
দক্ষতা: প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল/বাই-সাইকেল চালিয়ে কাজ করতে হবে, তবে বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল থাকলে অগ্রাধিকার পাবে।

বেতন ও সুবিধাসমূহ:
প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব/পিতৃত্ব ছুটি সুবিধা।

আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র: লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত (সচল মোবাইল নম্বর ও ইমেইল এড্রেসসহ), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, সকল শিক্ষগত সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা ও ট্রেনিং সার্টিফিকেটের ফটোকপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত ঠিকানায় ডাক ও কুরিয়ার যোগে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারবেন।
ডাক/কুরিয়ার ঠিকানা:

প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬। ই-মেইল- pbkhrd123@gmail.com

পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে  এখানে ক্লিক করুন

আরও পড়ুন

Post a Comment

© Top Job. All rights reserved. Premium By Top Job