কীভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করবেন?

কীভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করবেন?

কীভাবে ফেসবুক একাউন্ট ডিলিট করবেন?


অনেকেই জানতে চান কিভাবে ফেসবুক আইডি ডিলিট করব। আজ আমরা জানবো কিভাবে ফেসবুক আইডি ডিলিট করব। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট অথবা ডি-অ্যাকটিভেট করা খুব সহজ। অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করার পরে তা ফিরে পাওয়া গেলেও ডিলিট করার পরে অ্যাকাউন্টের তথ্য আর ফিরে পাওয়া সম্ভব নয়।

দার্ঘদিন ধরে বিশ্বব্যাপী কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছেন। বিশ্বব্যাপী কোটি কোটি ব্যবহারকারী প্রতি মাসে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন। যেহেতু আপনি এই আর্টিকেল পড়তে শুরু করেছেন তাই আপনারও একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন ডিলিট করতে চাচ্ছেন।

অনেক সময় অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেন। আবার অনেকে ডিলিট করতে চাইলেও সঠিক পদ্ধতি না জানার কারনে ডিলিট করতে পারেন না। কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন সেবিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হল এই আর্টিকেলে।

চাইলেই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট অথবা ডি-অ্যাকটিভেট করা যায়। অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করার পরে তা ফিরে পাওয়া গেলেও ডিলিট করার পরে অ্যাকাউন্টের তথ্য ফিরে পাওয়া সম্ভব নয়। তবে ডিলিট করার ৩০ দিনের মধ্যে চাইলে অ্যাকাউন্ট ফিরে পাওয়া যায়।

আপনি চাইলে মোবাইল অ্যাপ অথবা ডেক্সটপ ব্রাউজার থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। অ্যাকাউন্ট ডিলিট করার ৩০ দিন অতিক্রান্ত হলে আর কোন ভাবেই অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব নয়। তবে অ্যাকাউন্ট ডিলিট করার পরে সেই অ্যাকাউন্টের সব তথ্য ফিরে পাওয়ার জন্য সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় নিতে পারে ফেসবুক।

ফেসবুক আইডি ডিলিট করলে কি হয়?

ফেসবুক আইডি ডিলিট করলে নিম্নলিখিত পরিবর্তনগুলো হয়ঃ
  • আপনার ফেসবুক প্রোফাইল সকল ফটো, পোস্ট, ভিডিও ও তথ্য স্থায়ীভাবে মুছে যাবে। 
  • আপনার মেসেজ এবং চ্যাট স্থায়ীভাবে মুছে যাবে। 
  • আপনার সকল বন্ধু এবং ফলোয়ার লিস্ট স্থায়ীভাবে মুছে যাবে। 
  • অন্য কেউ আর আপনাকে ফেসবুকে খুঁজে পাবে না।
  • আপনি যদি ফেসবুকের মাধ্যমে কোন গেম বা অ্যাপ লগ ইন করে থাকেন তাহলে সেগুলোতে আর প্রবেশ করতে পারবেন না।
  • আপনার যদি কোনো ফেসবুক পেজ বা গ্রুপ থেকে থাকে তাহলে তাহলে ফেসবুক আইডি ডিলিট করার সাথে সাথে আপনি সেগুলোর অ্যাডমিনশিপ হারাবেন এবং পেজ বা গ্রুপ কন্টেন্টগুলোও মুছে যাবে।

মোবাইল অ্যাপ/ব্রাউজার থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার উপায়?

Android ও iOS ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার উপায়ঃ

  • প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করুন,
  • ডান দিকে উপরে হ্যামবার্গার বাটনে ট্যাপ করুন,
  • Settings & Privacy অপশন সিলেক্ট করে Settings সিলেক্ট করুন,
  • এবার সিলেক্ট করুন Personal and Account Information,
  • এবার সিলেক্ট করুন Account Ownership and Control, এরপরে সিলেক্ট করুন Profile Access and Control,
  • এবার Deactivation and deletion অপশনে ট্যাপ করুন,
  • এবার Delete account সিলেক্ট করুন এবং  Continue to account deletion অপশন বেছে নিন,
  • কি কারনে অ্যাকাউন্ট ডিলিট করছেন তা জানিয়ে Continue to account deletion অপশন সিলেক্ট করুন
  • এরপর Delete account সিলেক্ট করুন।

ডেক্সটপ থেকে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার উপায়

চাইলে ডেক্সটপ ব্রাউজার থেকেও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার উপায়ঃ

  • প্রথমে ফেসবুক ওয়েবসাইট ওপেন করুন,
  • ডান দিকে উপরে তির চিহ্নে ক্লিক করুন,
  • Settings & privacy তারপর Settings সিলেক্ট করুন,
  • বাঁ দিকে মেনু প্যানেল থেকে Your Facebook Information অপশনে ক্লিক করুন। আপনার যদি একটি পেজে অ্যাকসেস থাকে তবে Privacy সিলেক্ট করে Your Facebook Information সিলেক্ট করুন,
  • এবার Deactivation and Deletion অপশন সিলেক্ট করুন তারপর View তে ক্লিক করুন,
  • এবার Delete account তে ক্লিক করে Continue to account deletion সিলেক্ট করুন,
  • এবার Delete account অপশন সিলেক্ট করুন,
  • অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে Continue সিলেক্ট করুন।
একবার অ্যাকাউন্টটি ডিলিট করে দিলে তা আবার ৩০ দিনের মধ্যে রিকভার করা যাবে। তবে যদি ৩০ দিন অতিক্রান্ত হয়ে যায় তাহলে আর অ্যাকাউন্টটি রিকভার করা যাবে না। ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলে ফেসবুক ম্যাসেন্জারও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়াও যেসব অ্যাপে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে পূর্বে লগ ইন করেছিলেন সেই সব অ্যাপের সব ডেটাও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

ফেসবুক একাউন্ট কতবার ডিলিট করা যায়?

আপনি চাইলেই একটি ফেসবুক একাউন্ট বারবার ডিলিট করতে পারবেন না। ফেসবুক একাউন্ট একবার ডিলিট করলে সেটি আর ফিরে পাওয়া যায় না। তবে আপনি চাইলে নতুন একটি ফেসবুক একাউন্ট খুলতে পারেন, কিন্তু একবার ডিলিট করা একাউন্ট আর ফিরে পাওয়া সম্ভব নয়।

লক করা ফেসবুক একাউন্ট কিভাবে ডিলিট করব?

যদি আপনার ফেসবুক একাউন্ট লক হয়ে থাকে এবং আপনি ফেসবুক একাউন্ট ডিলিট করতে চান তাহলে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষ আপনার পরিচয় নিশ্চিত করে আপনার লক করা ফেসবুক একাউন্ট ঠিক করে দিতে পারে। তখন আনলক হওয়া একাউন্ট ডিলিট করতে পারবেন। 

লক করা ফেসবুক একাউন্ট কিভাবে ডিলিট করতে হলেঃ 
  • প্রথমে ফেসবুক-এর হেল্প সেন্টার-এ যান।
  • এবার "লকড একাউন্ট" বা "একাউন্ট ডিসেব্লড" সেকশনে যান।
  • এরপর আপনার পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদান করুন
  • তারপর রিকুয়েস্ট সাবমিট করুন।
তাহলে আজ আমরা জানলাম ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার উপায়। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আর্টিকেলটি শেয়ার করে দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.