এবার ইউটিউব শর্টসের দৈর্ঘ্য হচ্ছে ৩ মিনিট

এবার ইউটিউব শর্টসের দৈর্ঘ্য হচ্ছে ৩ মিনিট

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব তাদের শর্টস ভিডিও সীমা বাড়িয়ে করছে তিন মিনিট। পূর্বে এই শর্টস ভিডিওর সীমা ছিল এক মিনিট।


এবার ইউটিউব শর্টসের দৈর্ঘ্য হচ্ছে ৩ মিনিট


প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে লিখেছে আগামী ১৫ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ কিভাবে ইউটিউব ‘শর্টস’ ফিচার বন্ধ করবেন?

ইউটিউবের প্রতিদ্বন্দ্বী আরেক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক তার ব্যবহারকারীদের দুই বছরেরও বেশি সময় ধরে সর্বচ্চো দশ মিনিটের ভিডিও শেয়ার করার অনুমতি দিয়ে আসছে। ছোট দৈর্ঘের ভিডিও বাজারে টিকটক অপ্রতিদ্বন্দ্বী।

ইউটিউবের নতুন আপডেটটি ভিডিও বর্গাকার বা পোরট্রেইট অ্যাসপেক্ট যে রেশিওর ভিডিওই হোক না কেন তা শর্টসের বেলায় কাজ করবে। এ ছাড়া, এটি ১৫ তারিখের আগে আপলোড করা কোনো ভিডিওকে যোগ করা হবে না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এছাড়াও ইউটিউব খূব দ্রুতই নতুন একটি টুল আনছে যার মাধ্যমে শর্টস ভিডিও ফিচারটি কারও অপছন্দ হলে ওই নির্মাতার কম সংখ্যক শর্টস সামনে আনা যাবে। এ অপশনটি চালু কতে শর্টসের ওপরের ডান কোণায় থ্রি-ডট মেনু থেকে তা বেছে নিতে পারবেন। তবে, অপশনটি অস্থায়ী হবে  বলেও জানিয়েছে ইউটিউব।

সুত্রঃ টেক জুম

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.