কীভাবে ইনস্টাগ্রাম মন্তব্য পিন করবেন?

কীভাবে ইনস্টাগ্রাম মন্তব্য পিন করবেন?

কীভাবে ইনস্টাগ্রাম মন্তব্য পিন করবেন?

ব্যবহারকারীরা প্রায়ই একটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করে কীভাবে ইনস্টাগ্রাম মন্তব্য পিন করব। আজ আমরা জানবো কিভাবে ইনস্টাগ্রাম কমেন্ট পিন করতে হয়।

আরও পড়ুনঃ এখন ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখতেই হবে

ইনস্টাগ্রাম বিশ্বের অন্যতম জনপ্রিয় ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। মানুষ জনপ্রিয়তা এবং ফলোয়ার অর্জনের জন্য সাধারণত ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে। বেশ কিছু কারনে ব্যবহারকারীরা মন্তব্য পিন করে থাকে। 

  • একটি ইতিবাচক মন্তব্য হাইলাইট করতে
  • একটি প্রশ্নের উত্তর দিতে
  • একটি নির্দিষ্ট মন্তব্য প্রচার করতে
  • পোস্টে প্রসঙ্গ যোগ করতে

ইনস্টাগ্রাম মন্তব্য পিন করবেন যেভাবে

আইফোনেঃ

১। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

২। যে পোস্টের মন্তব্য পিন করতে চান সেই পোস্টে নেভিগেট করুন।

৩। যে মন্তব্যটি পিন করতে চান সেটি খুঁজুন।

৪। মন্তব্যেটি বাম দিকে সোয়াইপ করুন।

৫। এবার পিন আইকনে আলতো চাপুন।

৬। মন্তব্যটি পোস্টের সবার উপরে পিন করা হবে।

অ্যান্ড্রয়েডঃ

১। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

২। যে পোস্টের মন্তব্য পিন করতে চান সেই পোস্টে নেভিগেট করুন।

৩। যে মন্তব্যটি পিন করতে চান সেটি খুঁজুন।

৪। মন্তব্যটিতে আলতোভাবে চাপুন এবং ধরে রাখুন।

৫। একটি মেনু প্রদর্শিত হবে। "পিন মন্তব্য" নির্বাচন করুন।

৬। মন্তব্যটি পোস্টের সবার উপরে পিন করা হবে।

তো এই ছিল আজকের মন্তব্য পিন করার পদ্ধতি নিয়ে আলোচনা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]