কীভাবে হোয়াটসঅ্যাপ পোল ব্যবহার করবেন?

কীভাবে হোয়াটসঅ্যাপ পোল ব্যবহার করবেন?

কীভাবে হোয়াটসঅ্যাপ পোল ব্যবহার করবেন?

নির্দিষ্ট কোন বিষয়ে পরিচিত ব্যক্তিদের মতামত নিতে হোয়াটসঅ্যাপ-এর পোল–সুবিধা কাজে লাগিয়ে যেকোনো সিদ্ধান্ত বা পরামর্শ নেয়া যায়। আর তাই সহজে অন্যদের মতামত জানার সুযোগ থাকায় অনেকেই বিভিন্ন কাজ করার আগে হোয়াটসঅ্যাপের পোলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা ব্যক্তিগত চ্যাটে যে কেউ চাইলেই দ্রুত পোল সুবিধা ব্যবহার করা যায়। 

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গোপনীয়তার আরেকটি স্তর যোগ করছে

হোয়াটসঅ্যাপ পোল ব্যবহার করার উপায়

চলুন জেনে নিই কীভাবে হোয়াটসঅ্যাপ পোল সুবিধা ব্যবহারের করা যায়।

হোয়াটসঅ্যাপ পোল সুবিধা ব্যবহারের জন্যঃ

১। প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। 

২। এরপর ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ চ্যাট যেখানে পোল চালু করতে হবে, সেই চ্যাটবক্সে প্রবেশ করুন। 

৩। এরপর নিচের ডান দিকে থাকা পেপারক্লিপ আইকনে ট্যাপ করুন।

৪। এবার প্রদর্শিত অপশন থেকে পোল অপশন নির্বাচন করুন। 

৫। পরের পৃষ্ঠায় পোলের প্রশ্ন ও উত্তরের অপশন লিখুন। 

৬। প্রয়োজনমতো পোলের অপশন নির্বাচন করে ডান দিকে থাকা সেন্ড আইকনে ট্যাপ করুন। 

৭। উত্তরদাতা পোলের যেকোনো অপশন নির্বাচন করলেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে সেটি জানাতে পারবেন। 

৮। এবার ভিউ ভোটস অপশনে ট্যাপ করুন, এতে কতজন মতামত দিয়েছেন এবং কোন অপশন নির্বাচন করেছেন, সেগুলোর বিস্তারিত তথ্য এখানে দেখা যাবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.