২৫০০০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে এ্যাডো, সাপ্তাহিক ছুটি ২ দিন

২৫০০০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে এ্যাডো, সাপ্তাহিক ছুটি ২ দিন
Also Read

প্রকাশের তারিখ: ২১ জুন ২০২৫

২৫০০০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে এ্যাডো, সাপ্তাহিক ছুটি ২ দিন

২৫০০০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে এ্যাডো, সাপ্তাহিক ছুটি ২ দিন
ছবিঃ অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো)

এ্যাডো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

চাকরি সংক্রান্ত তথ্য:

প্রতিষ্ঠানের নামঅ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো)
চাকরির ধরনফুল টাইম
পদের নামফিল্ড অফিসার
পদ সংখ্যা১০০টি
আবেদনের শেষ তারিখ১৪ জুলাই ২০২৫
বেতন২৮০০০ টাকা (বিবিএ/ এমবিএ), ২৫০০০ টাকা (এইচএসসি)।
বয়স২৫ থেকে ৩০ বছর
অভিজ্ঞতাপ্রয়োজন নেই। তবে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
কর্মীর ধরনপুরুষ ও মহিলা
কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থানে
ওয়েবসাইট www.ahdobd.org

চাকরির প্রেক্ষাপট:
অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো) এর শাখা সম্প্রসারনের লক্ষ্যে ফিল্ড অফিসার পদে পুরুষ/মহিলা যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।

মূল দায়িত্ব:
ঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারন করা।

যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। তবে এইচএসসি পাসেও আবেদন করা যাবে। 

বেতন ও সুবিধাসমূহ:
২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পিএফ, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% ও কর্মী কল্যাণ সুবিধা, সাপ্তাহিক ২ দিন ছুটি

শর্তাবলী:

  • সকল পদের জন্য শিক্ষানবীশ কাল ৬ মাস। 
  • সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সে থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র: নির্বাহী পরিচালক বরাবর নিজ হাতে লেখা আবেদন পত্র, মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, আবেদন ফি বাবদ নগদ ২০০/- টাকা অথবা সংস্থা বরাবর ২০০/- টাকার ব্যাংক পে-অর্ডার অথবা পোস্টাল অর্ডার, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি।
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা ডাক ও কুরিয়ার যোগে আবেদন করতে পারবেন।

ডাক/কুরিয়ার ঠিকানা:

অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন "এ্যাডো", প্রধান কার্যালয়, বাড়ী নং- ৫৪৬ (২য় তলা), উপজেলা রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। মোবাইল: ০১৩২৯-৬৮২৩০০।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
খামের উপরে পদের নাম উল্লেখ করে জমা দিতে হবে।

অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

Post a Comment

© Top Job. All rights reserved. Premium By Top Job