২৫০০০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে এ্যাডো, সাপ্তাহিক ছুটি ২ দিন

প্রকাশের তারিখ: ২১ জুন ২০২৫

২৫০০০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে এ্যাডো, সাপ্তাহিক ছুটি ২ দিন

২৫০০০ টাকা বেতনে এইচএসসি পাসে বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার নিয়োগ দিচ্ছে এ্যাডো, সাপ্তাহিক ছুটি ২ দিন
ছবিঃ অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো)

এ্যাডো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

চাকরি সংক্রান্ত তথ্য:

প্রতিষ্ঠানের নামঅ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো)
চাকরির ধরনফুল টাইম
পদের নামফিল্ড অফিসার
পদ সংখ্যা১০০টি
আবেদনের শেষ তারিখ১৪ জুলাই ২০২৫
বেতন২৮০০০ টাকা (বিবিএ/ এমবিএ), ২৫০০০ টাকা (এইচএসসি)।
বয়স২৫ থেকে ৩০ বছর
অভিজ্ঞতাপ্রয়োজন নেই। তবে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
কর্মীর ধরনপুরুষ ও মহিলা
কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থানে
ওয়েবসাইট www.ahdobd.org

চাকরির প্রেক্ষাপট:
অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো) এর শাখা সম্প্রসারনের লক্ষ্যে ফিল্ড অফিসার পদে পুরুষ/মহিলা যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা যাচ্ছে।

মূল দায়িত্ব:
ঋণ কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারন করা।

যোগ্যতা ও দক্ষতা:
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)/ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। তবে এইচএসসি পাসেও আবেদন করা যাবে। 

বেতন ও সুবিধাসমূহ:
২টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পিএফ, গ্রাচ্যুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% ও কর্মী কল্যাণ সুবিধা, সাপ্তাহিক ২ দিন ছুটি

শর্তাবলী:

  • সকল পদের জন্য শিক্ষানবীশ কাল ৬ মাস। 
  • সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে ব্যক্তিগত মোটর সাইকেল ব্যবহার করতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সে থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:
প্রয়োজনীয় কাগজপত্র: নির্বাহী পরিচালক বরাবর নিজ হাতে লেখা আবেদন পত্র, মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত, আবেদন ফি বাবদ নগদ ২০০/- টাকা অথবা সংস্থা বরাবর ২০০/- টাকার ব্যাংক পে-অর্ডার অথবা পোস্টাল অর্ডার, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, এন.আই.ডি কার্ডের সত্যায়িত কপি।
আবেদনের ধাপ: আগ্রহী প্রার্থীরা ডাক ও কুরিয়ার যোগে আবেদন করতে পারবেন।

ডাক/কুরিয়ার ঠিকানা:

অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন "এ্যাডো", প্রধান কার্যালয়, বাড়ী নং- ৫৪৬ (২য় তলা), উপজেলা রোড, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। মোবাইল: ০১৩২৯-৬৮২৩০০।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
খামের উপরে পদের নাম উল্লেখ করে জমা দিতে হবে।

অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এ্যাডো) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

Top Job Team

Top Job

আমাদের Top Job সাইটে আপনাকে স্বাগতম! ৩ বছরের বেশি সময় ধরে আমরা বাংলাদেশের সেরা চাকরির খবর ও বিভিন্ন প্রস্তুতিমূলক গাইডলাইন দিয়ে আসছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url