টিকটক বায়োতে ​​কীভাবে ইনস্টাগ্রাম যুক্ত করবেন?

টিকটক বায়োতে ​​কীভাবে ইনস্টাগ্রাম যুক্ত করবেন?

টিকটক বায়োতে ​​কীভাবে ইনস্টাগ্রাম যুক্ত করবেন?

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল টিকটক। ছোট ও মজাদার ভিডিও দেখতে টিকটকের কোন বিকল্প নেই। টিকটক প্রোফাইলে ইনস্টাগ্রাম যুক্ত করলে টিকটক একাউন্টের গ্রহনযোগ্যতা বাড়ে। তাই অনেকেই টিকটক বায়োতে ইনস্টাগ্রাম যুক্ত করতে চান।

আজ আমরা জানবো টিকটক বায়োতে ​​কীভাবে ইনস্টাগ্রাম যুক্ত করবেন। চলুন শুরু করা যাক।

আরও পড়ুনঃ ম্যাসেজ পাঠিয়ে টিকটক অ্যাকাউন্ট হ্যাক করছে হ্যাকাররা

টিকটক বায়োতে ​​ইনস্টাগ্রাম যুক্ত করবেন যেভাবে

আপনার টিকটক বায়োতে ইনস্টাগ্রাম যুক্ত করতে নিচের ধাপগুলি অনুসরণ করুনঃ

১। প্রথমে আপনার মোবাইলে টিকটক অ্যাপ ওপেন করুন।

২। এবার নিচের ডানদিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

৩। এবার আপনার প্রোফাইলে "Edit Profile" বাটনে ট্যাপ করুন।

৪। এরপর "Instagram" অপশনটির উপরে ট্যাপ করুন।

৫। এবার আপনার ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ইনস্টাগ্রামে লগইন করুন।

৬। ইনস্টাগ্রামকে টিকটক এর সাথে যুক্ত করার জন্য অনুমতি চাইলে অনুমতি দিন।

ব্যাস কাজ শেষ। দেখুন, আপনার টিকটক প্রোফাইল বায়োতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যুক্ত হয়ে গিয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]