কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন?

কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন?

কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন?

মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম জনপ্রিয় মাধ্যমগুলোর অন্যতম। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে ইনস্টাগ্রামে নিরাপত্তা উদ্বেগও দিন দিন বাড়ছে। ইনস্টাগ্রামে থাকা অনেক গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাওয়ার শঙ্কা থেকে যায়। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে। তারপরও বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে অ্যাকাউন্টের তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা। তথ্য হাতিয়ে নিয়ে ফাঁদে ফেলা, হ্যাকিং, স্ক্যাম ও অনলাইনে আড়িপাতার মতো নানা অপরাধ প্রতিনিয়ত বাড়ছে। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন ইনস্টাগ্রামের কিছু নিরাপত্তা ফিচার ব্যবহার করে অ্যাকাউন্ট নিরাপদ রাখা সম্ভব। 

আরও পড়ুনঃ এখন চশমা দিয়ে ছবি পোস্ট করা যাবে ইনস্টাগ্রামে!

অ্যাকাউন্ট প্রাইভেট করুন

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সেটিংস বদলে পাবলিক থেকে প্রাইভেট করা বেশ সহজ ও কার্যকর। প্রোফাইল প্রাইভেট থাকলে কেবল অ্যাকাউন্ট যারা ফলো করছেন শুধু তারাই পোস্টটি দেখতে বা লাইক ও কমেন্ট করতে পারবেন। ফলে অনেকটা নিরাপদে থাকবে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও বা শেয়ার করা পোস্ট। 

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করতেঃ

১। প্রথমে আপনার ইন্সটাগ্রাম একাউন্টে লগিন করুন।

২। তারপর প্রোফাইলে প্রবেশ করুন। 

৩। তারপর ওপরের ডান কোণা থেকে মেন্যুতে প্রবেশ করুন।

৪। এবার ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ অপশন থেকে ‘অ্যাকাউন্ট প্রাইভেসি’ নির্বাচন করুন। 

৫। এবার আপনার অ্যাকাউন্টটিকে প্রাইভেট করে নিন।

স্টোরি সেটিংস আপডেট 

অনেকে ইনস্টাগ্রামে নিয়মিত স্টোরি পোস্ট করেন। কিছু কিছু স্টোরি থাকে যা ব্যবহারকারী সবাইকে দেখাতে চান না। সেক্ষেত্রে স্টোরি সেটিংস পরিবর্তন করে কে কে আপনার স্টোরি দেখতে পাবেন তা ঠিক করে দেওয়া যায়।

স্টোরি সেটিংস পরিবর্তন করতেঃ

১। স্টোরির ওপরের ডান কোণায় বিভিন্ন প্রাইভেসি সেটিংস পাবেন। সেখান থেকে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচার সিলেক্ট করুন।

২। এরপর ওপরের ডান কোণা থেকে মেন্যুতে প্রবেশ করুন।

৩। স্টোরির ওপরের ডান কোণায় প্রাইভেসি সেটিংসের বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি সিলেক্ট করুন। এর ফলে আপনার পছন্দের নির্দিষ্ট কিছু বন্ধু বা ফলোয়ার ছাড়া ওই স্টোরিটি আর কেউ দেখতে পারবে না। এ ছাড়া আপনি চাইলে যাদের আপনি স্টোরিটি দেখাতে চান না সেই ফলোয়াদের একটি তালিকাও তৈরি করে নিতে পারেন। ‘হাইড স্টোরিজ ফ্রম’ অপশনের মাধ্যমে এটি করা যাবে।

লোকেশন অ্যাকসেস বন্ধ করুন

ইন্সটাগ্রামে লোকেশন অ্যাকসেস চালু থাকলে একজন ব্যবহারকারী বর্তমানে কোথায় অবস্থান করছে সেটি ক্রমাগত ট্র্যাক করে অ্যাপটি। সেটিংস পরিবর্তন করে খুব সহজে এই লোকেশন অ্যাকসেস বন্ধ করে রাখা যায়। 

লোকেশন অ্যাকসেস বন্ধ করতেঃ

১। প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসে প্রবেশ করুন। 

২। এরপর লোকেশন পারমিশন সেটিংসে যান।

৩। নিচে স্ক্রল করে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করে লোকেশন সেটিংস দেখতে পাবেন। সেই সেটিংস থেকে লোকেশন অ্যাকসেস বন্ধ করে দিন।

অ্যাক্টিভিটি স্ট্যাটাস বন্ধ করুন

আপনি যখন ইনস্টাগ্রাম ব্যবহার করেন তখন আপনার প্রোফাইলের পাশে একটি সবুজ বিন্দু জ্বলতে দেখা যায়। এটিই আসলে অ্যাক্টিভিটি স্যাটাস। অ্যাক্টিভিটি স্ট্যাটাস বন্ধ করতেঃ

১। প্রথমে ইন্সটাগ্রাম একাউন্টে লগিন করে নিজের প্রোফাইলে প্রবেশ করুন। 

২। এরপর ওপরের ডান কোণা থেকে মেন্যুতে প্রবেশ করুন। 

৩। এবার ‘সেটিংস অ্যান্ড অ্যাক্টিভিটি’ অপশনে প্রবেশ করুন। 

৪। এরপর ‘ম্যাসেজেস অ্যান্ড স্টোরি রিপ্লাইস’ অপশন বাছাই করুন।

৫। নতুন পেজে ‘শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস’ অপশন দেখতে পাবেন। 

৬। এটি বন্ধ করলেই আপনার অ্যাক্টিভিটি স্ট্যাটাস বন্ধ হবে।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু 

সকল সোশ্যাল মিডিয়ায় নিরাপদ থাকতে অ্যকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) অপশন চালু করার পরামর্শ দিয়ে থাকেন প্রযুক্তিবিদেরা। এই সেটিংস অন থাকলে দুই ধাপ নিরাপত্তা স্তর পেরোতে হয় সাইবার অপরাধীদের। ফলে কেউ পাসওয়ার্ড জেনে গেলে বা মোবাইল চুরি হয়ে গেলেও তাকে অ্যাকাউন্টে প্রবেশ করতে আরও একটি স্তর পার করতে হয়।

টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার জন্যঃ

১। প্রথমে ইন্সটাগ্রাম একাউন্টে লগিন করে নিজের প্রোফাইলে প্রবেশ করুন। 

২। এরপর ওপরের ডান কোণা থেকে মেন্যুতে প্রবেশ করুন।

৩। 'অ্যাকাউন্টস সেন্টার' অপশন থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে প্রবেশ করুন। 

৪। এরপর টু-ফ্যাক্টর অথেনটিকেশন সিলেক্ট করুন।


সুত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.