হোয়াটসঅ্যাপ-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার

হোয়াটসঅ্যাপ-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার

হোয়াটসঅ্যাপ-এ চালু হল স্ক্রিন শেয়ারিং ফিচার

মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার চালু করতে চলেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কলের সময় তাদের স্ক্রিন শেয়ার করতে পারবেন। গত বছর ঘোষণা করা এই ফিচার জুম, মাইক্রোসফট টিমস, গুগল মিটের মতো ভিডিও কলিং প্ল্যাটফর্মগুলির সাথে এবার টক্কর দেবে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুনঃ চ্যাটিংয়ের সময় বাবলের রং পরিবর্তন করতে দেবে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ-এর নতুন স্ক্রিন শেয়ারিং ফিচারটি ক্রস প্ল্যটফর্মে সাপোর্ট করবে। অর্থাৎ ব্যবহারকারীরা কল চলাকালীন এক বা একাধিক ব্যক্তির সঙ্গে সহজেই লাইভ স্ক্রিন শেয়ার করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে মোবাইলের পাশাপাশি ডেস্কটপেও এই ফিচার ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে মোবাইলে ও ডেস্কটপে হোয়াটসঅ্যাপ-এর স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করবেন?

কীভাবে হোয়াটসঅ্যাপ-এর স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করবেন?

মোবাইলে স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করতে চাইলেঃ

১। প্রথমে হোয়াটসঅ্যাপ-এর অ্যাপটি আপডেট করে নিন। 

২। মোবাইল ফোনে কাউকে ভিডিও কল করার সাথে সাথে ডিসপ্লের নিচে স্ক্রিন শেয়ারিং আইকন দেখতে পাবেন। সেই আইকনে ক্লিক করুন।

৩। একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। সেখানে পারমিশন চাইবে যে আপনি স্ক্রিন শেয়ার করতে চান কি না।

৪। এটা নিশ্চিত করলেই শুরু হবে কাউন্টডাউন টাইমার। তারপরই ব্যবহারকারীর স্ক্রিন অন্য প্রন্তে কলে থাকা ব্যবহারকারী দেখতে পাবেন। 

বন্ধ করতে চাইলে, হোয়াটসঅ্যাপ-এ স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করলেই স্ক্রিন শেয়ারটি বন্ধ হয়ে যাবে।

ডেস্কটপে স্ক্রিন শেয়ারিং ফিচার ব্যবহার করতে চাইলেঃ

১। এর জন্য ডেস্কটপ অ্যাপ ওপেন করুন। 

২। ভিডিও কল শুরু করে কল উইন্ডোতে শেয়ার আইকনে ক্লিক করুন। পুরো স্ক্রিন বা একটি নির্দিষ্ট কল শেয়ার করার জন্য উইন্ডো পপ আপ হবে।

সেখানে পারমিশন চাইবে যে আপনি স্ক্রিন শেয়ার করতে চান কি না।

৩। এটা নিশ্চিত করলেই শুরু হবে স্ক্রিন শেয়ারিং। ব্যবহারকারীর স্ক্রিন অন্য প্রন্তে কলে থাকা ব্যবহারকারী দেখতে পাবেন।

বন্ধ করার জন্য অ্যাপ্লিকেশনে ফিরে গিয়ে স্ক্রিন শেয়ারিং আইকনে পুনরায় ক্লিক করলেই স্ক্রিন শেয়ারটি বন্ধ হয়ে যাবে।

একটি প্রেস রিলিজে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অফিসের নথিপত্র কিংবা পরিবারের সঙ্গে ছবি, ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন কিংবা অনলাইনে কেনাকাটা - স্ক্রিন শেয়ারিং ফিচারের মাধ্যমে লাইভ ভিউ শেয়ার করুন।

পাশপাশি স্ক্রিন শেয়ারিং এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে বলে হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে। অর্থাৎ ভিডিও কলে যাই শেয়ার করা হোক না কেন বিষয়বস্তু ব্যবহারকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কলের বাইরের কেউ তা রেকর্ড করতে পারবে না, এমনকী হোয়াটসঅ্যাপ নিজেও না। স্ক্রিনে ব্যবহারকারী যা শেয়ার করবেন, তা অন্য কেউ দেখতে বা শুনতেও পাবে না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Pagination Loadmore [Setting]